দীর্ঘ এক দশকের নিরবতা শেষে আবারও প্রেমের গল্পে নাম জড়ালেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। আর তার এই নতুন সঙ্গী কেউ নন, জনপ্রিয় কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস। একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাদের, যার প্রতিটি মুহূর্তেই ছিল ভালোবাসার ছোঁয়া।
সম্প্রতি লন্ডনে ওয়াসিস কনসার্টে একসঙ্গে হাজির হন টম ও আনা। সেখান থেকেই শুরু হয় গুঞ্জনের সূত্রপাত। এরপর সপ্তাহান্তে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের ছোট্ট শহর উডস্টকে। পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হাত ধরে হাঁটতে দেখা গেছে এই জুটিকে। কখনও তারা ছোট দোকানে কেনাকাটা করেছেন, কখনও আবার আইসক্রিম হাতে হাসিমুখে ঘুরেছেন শহরের রাস্তায়। এমনকি একটি ন্যাশনাল পার্কেও তাদের ঘুরতে দেখা গেছে—সবমিলিয়ে যেন এক প্রেমঘন ছুটির গল্প।
টম ক্রুজ সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে থেকেছেন ভীষণ গোপনীয়। তাই এমন উন্মুক্ত ভালোবাসার প্রকাশ দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্তরা। কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর গত ১২ বছরে এই প্রথম কোনো সম্পর্ক নিয়ে এভাবে প্রকাশ্যে এলেন ‘মিশন: ইম্পসিবল’ তারকা।
আনা দে আরমাস নিজেও বর্তমানে হলিউডের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী। তাদের রসায়ন এতটাই স্বাভাবিক আর প্রাণবন্ত ছিল যে, কেউ কেউ বলছেন—এটা আর গুঞ্জন নয়, বরং সত্যিকারের প্রেমের সূচনা। যদিও তারা কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে প্রকাশ্যে এমন অন্তরঙ্গ মুহূর্ত যেন নিজেই সব কিছু বলে দিচ্ছে।
ভক্তরা বলছেন, এবার হয়তো টমের জীবনে সত্যি এসেছে নতুন প্রেমের সকাল।
এফপি/ টিএ