নারী প্রতিনিধিত্বে ঐক্যমত, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব : আলী রীয়াজ

জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিসহ একাধিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে, এখনো কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে, যেগুলো আগামীকাল ৩১ জুলাই চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৩০ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের ২২তম দিনের আলোচনা শেষে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, আজকের আলোচনায় জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রায় সব দল একমত হয়েছে যে জাতীয় সংসদে নারী আসনের সংখ্যা পর্যায়ক্রমে ১০০-তে উন্নীত করা হবে। যদিও কয়েকটি দল ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, তবুও অধিকাংশ দলের মধ্যে এ বিষয়ে একটি কার্যকর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্তগুলো হচ্ছে বর্তমান ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রেখে সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ সংশোধন করা হবে। জুলাই সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে ন্যূনতম ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

পরবর্তী সাধারণ নির্বাচনে দলগুলো ন্যূনতম ১০ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে—এই প্রত্যাশা সংবিধানে যুক্ত হবে। ৩৩ শতাংশ নারী প্রার্থিতার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি নির্বাচনে নারী প্রার্থীর হার ৫% করে বাড়াতে হবে। সংবিধানের সপ্তদশ সংশোধনীর ফলে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৩ সাল পর্যন্ত বহাল থাকবে, তবে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের লক্ষ্য আগেই অর্জিত হলে এই বিধান বাতিল করা হবে। অধ্যাপক আলী রীয়াজ জানান, আমরা আজ রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে একটি ধারণাপত্র রাজনৈতিক দলগুলোকে দিয়েছি। বর্তমানে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কেবল দুটি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন—প্রধানমন্ত্রী এবং প্রধান প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ। তবে আমরা প্রস্তাব করেছি যে, আরও কিছু নিয়োগে রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা থাকা উচিত।

এই প্রস্তাবিত নিয়োগের মধ্যে আছে, অ্যাটর্নি জেনারেল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তত্ত্ব কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য, টেলিকম নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান ও সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, এবং ডিজিএফআই ও এনএসআই মহাপরিচালক।

তিনি জানান, এই প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর বিবেচনার জন্য দেওয়া হয়েছে। যদি এ বিষয়ে ঐকমত্য হয়, তাহলে সংবিধান সংশোধনের মাধ্যমে তা কার্যকর করতে হবে।

বৈঠকের একপর্যায়ে কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং আলোচনার অগ্রগতি ও মতভেদগুলো তাকে জানানো হয়।

অধ্যাপক রীয়াজ বলেন, আগামীকাল ৩১ জুলাই আমাদের লক্ষ্য হলো জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে পূর্ণাঙ্গ ঐক্যমত অর্জন। ইতোমধ্যে ১৪টি বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতে পৌঁছেছি, যার মধ্যে নারী আসন বিষয়ে সিদ্ধান্ত অন্যতম। রাজনৈতিক দলগুলোকে আমরা লিখিত সংশোধনী ও সংযোজনীর তালিকা দিতে বলেছিলাম, অনেকেই ইতোমধ্যে তা দিয়েছে। আগামীকাল কমিশন তা পর্যালোচনা করে চূড়ান্ত সংশোধনী গৃহীত করবে।

তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চপদে নিয়োগ সম্পর্কিত বিষয়ে কমিশনকেই সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আগামীকাল সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাব।

সংলাপের এ পর্যায়ে কমিশন এবং রাজনৈতিক দল উভয় পক্ষই সমঝোতার মাধ্যমে একটি সর্বজনস্বীকৃত জাতীয় সনদ প্রণয়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে বলে জানান তিনি। তিনি বলেন, ইতোমধ্যে প্রথম পর্যায়ের আলেচনায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সে বিষয়ে আমরা একটি কপি রাজনৈতিক দলগুলোকে হস্তান্তর করেছি। আশা করি কোনো সংযোজন বিয়োজন থাকলে রাজনৈতিক দলগুলো কালকের মধ্যে জানাবেন কমিশনকে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের হুমকিতে রুশ তেল কেনা বন্ধ করল ভারত Jul 31, 2025
img
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান Jul 31, 2025
img
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করার সুযোগ রয়েছে : প্রফেসর অনিল সুকলাল Jul 31, 2025
img
ইংল্যান্ড ও ওয়েলসে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম Jul 31, 2025
'পেটে ভাত নাই' জুলাই সনদ দিয়া কি করমু? Jul 31, 2025
দিনভর শাহবাগে অবরোধ, পথচারীদের সাথে কথা-কাটাকাটি! Jul 31, 2025
মতিঝিলে থানায় হাঙ্গামা: ৩ জনকে কারাগারে পাঠাল আদালত! Jul 31, 2025
img
নাহিদের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম Jul 31, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Jul 31, 2025
পৃথিবীর যেকোনো প্রান্তে ৯০ মিনিটে পৌঁছাবে ইলন মাস্কের জেট Jul 31, 2025
দুর্নীতি দুদকেও আছে, কমাতে উদ্যোগ নিয়েছি: বরিশালে দুদক চেয়ারম্যান Jul 31, 2025
নাহিদ ইসলামের বাবার ঘনিষ্ঠ ছিলো রিয়াদ! জুলকার নাইন সায়েরের চাঞ্চল্যকর তথ্য Jul 31, 2025
ইউক্রেনে যুদ্ধ নিয়ে পুতিনের ওপর হতাশ মেলানিয়া: ট্রাম্প Jul 31, 2025
রাজপথে নেমে এখন ট্রলের শিকার, মুখ খুললেন বাঁধন Jul 31, 2025
ঈমানের স্বাদ পেতে যে ৩টি কাজ করবেন Jul 31, 2025
img
বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ Jul 31, 2025
img
হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড Jul 31, 2025
img
এফসি সিউলের জালে ৭ গোল বার্সার Jul 31, 2025
img
আরেকটি নতুন সংকট ভুয়া সমন্বয়ক : দুদক মহাপরিচালক Jul 31, 2025
img
ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়াল ভারত Jul 31, 2025