বুলবুলের সঙ্গে আলোচনায় যেসব বিষয়ে কথা হয়েছে সালাউদ্দিনের

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে প্রায় ৯ মাস কাটিয়ে দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় প্রধান কোচের দায়িত্ব ছিলেন ফিল সিমন্স। সভাপতি হিসেবে শুরুতে ফারুক আহমেদকে পেলেও বর্তমানে বিসিবি সভাপতির দায়িত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল।

দায়িত্ব নিয়েই কাজে লেগে পড়েছেন বুলবুল। আইসিসিতে কাজ করার কারণে ক্রিকেট ডেভোলাপমেন্টের ব্যাপারে কাজের অভিজ্ঞতা, জ্ঞান বেশ ভালো রকমের রয়েছে বুলবুলের। দেশের ক্রিকেটের উন্নতিতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগও নিয়েছেন বিসিবি প্রধান। সম্প্রতি জাতীয় দলের কোচিং স্টাফের একমাত্র দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে আলোচনাতেও বসেছিলেন বুলবুল।

দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুলের সাথে আলোচনার ব্যাপারটি খোলাসা করেছেন সালাউদ্দিন। কী আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘প্রেসিডেন্টের (বুলবুল) সাথে আসলে (ক্রিকেটের) সার্বিক উন্নতি কীভাবে করা যায় (এ ব্যাপারে আলোচনা হয়েছে)। (নতুন ব্যাটিং) কোচ আসতে আসতে দেরি হবে, বুলবুল ভাই হয়ত দেশের বাইরেও চলে যাবে। আমাদের কিছু লাগবে কিনা। কীভাবে কীভাবে উন্নতি করা যায়। দেশি কোচদের উন্নতি কীভাবে করা যায়। পরের কোর্স, ক্লাস, কোচিং এসব ব্যাপারেই কথা হয়েছে। আমি বুঝি দেশের কোচদের মান বাড়লে দেশের ক্রিকেটের উন্নতি হবে। এটা সবচেয়ে অবহেলিত সেক্টর যা নিয়ে কখনও কাজ হয়নি। উনি এগুলো অনেক ভালো জানে।’



এছাড়া নতুন ব্যাটিং কোচ আনা প্রসঙ্গে সালাউদ্দিন জানিয়েছেন, ‘দিন শেষে বাংলাদেশ দল উপকৃত হলে, বাংলাদেশ দলের লাভ হলে ১০ জন ব্যাটিং কোচ আসলেও আমার ব্যক্তিগত বিষয় না এটা। এখান থেকে যদি (দল) সামনে একটু আগায়ে যেতে পারে এটাই তো জরুরি। দিনশেষে এটা বাংলাদেশ দল। বাংলাদেশ দল যদি ফল খারাপ করে বদনাম কিন্তু হবেই আমাদের। দল ভালো করতে যেসব রিসোর্স দরকার, বোর্ড থেকে বা দল থেকে এভাবেই আমরা দেখি।’


এছাড়া বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কথা বাইরে আসা নিয়েও অসন্তোষ ছিল অনেকের মনে। সম্প্রতি যা অনেকটাই কমে এসেছে, আগের তুলনায়। 

এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এরপরেও কিছু জিনিস মাঝেমধ্যে চলে আসে (হাসি)। এটা আমরা চেষ্টা করছি কীভাবে ড্রেসিংরুমের খবর যেন বাইরে না যায়। ছেলেদের মেন্টালিটি বেটার হয়েছে। তারাও নিজেদের অবস্থান থেকে আরও উপরে উঠার চেষ্টা করছে। ছেলেরা যেভাবে বড় হয়েছে, সেখানে পরিবর্তন করতে গেলে অনেক সময় সাফল্য আসতে পারে নাও আসতে পারে। তবে যদি নিবেদনটা থাকে তাহলে আজ হোক কাল হোক সেখানে তারা চলে যাবে। ছেলেরা যথেষ্ট সচেতন, ফিটনেস, খাদ্যাভাস নিয়ে। আগে হয়ত অনেককে বলে দিতে হইত। নিজের উন্নতির ব্যাপারেও তারা অনেক সচেতন। অনেক বছরের পুরনো অভ্যাস বদলাতে গেলে একটু সংগ্রাম করবেনই। তবে যদি নিজেকে দৃঢ়ভাবে রাখেন তাহলে সেই পরিবর্তনগুলো চলে আসে।’

২০২৪ সালের নভেম্বর মাসে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষেও জিতেছে টি-টোয়েন্টি সিরিজ, ২-১ ব্যবধানে। মাঝে ২-১ ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এছাড়া ৩-০ ব্যবধানে হেরেছে পাকিস্তানের কাছে পাকিস্তানের মাটিতে। 

সর্বশেষ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের হুমকিতে রুশ তেল কেনা বন্ধ করল ভারত Jul 31, 2025
img
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান Jul 31, 2025
img
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করার সুযোগ রয়েছে : প্রফেসর অনিল সুকলাল Jul 31, 2025
img
ইংল্যান্ড ও ওয়েলসে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম Jul 31, 2025
'পেটে ভাত নাই' জুলাই সনদ দিয়া কি করমু? Jul 31, 2025
দিনভর শাহবাগে অবরোধ, পথচারীদের সাথে কথা-কাটাকাটি! Jul 31, 2025
মতিঝিলে থানায় হাঙ্গামা: ৩ জনকে কারাগারে পাঠাল আদালত! Jul 31, 2025
img
নাহিদের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম Jul 31, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Jul 31, 2025
পৃথিবীর যেকোনো প্রান্তে ৯০ মিনিটে পৌঁছাবে ইলন মাস্কের জেট Jul 31, 2025
দুর্নীতি দুদকেও আছে, কমাতে উদ্যোগ নিয়েছি: বরিশালে দুদক চেয়ারম্যান Jul 31, 2025
নাহিদ ইসলামের বাবার ঘনিষ্ঠ ছিলো রিয়াদ! জুলকার নাইন সায়েরের চাঞ্চল্যকর তথ্য Jul 31, 2025
ইউক্রেনে যুদ্ধ নিয়ে পুতিনের ওপর হতাশ মেলানিয়া: ট্রাম্প Jul 31, 2025
রাজপথে নেমে এখন ট্রলের শিকার, মুখ খুললেন বাঁধন Jul 31, 2025
ঈমানের স্বাদ পেতে যে ৩টি কাজ করবেন Jul 31, 2025
img
বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ Jul 31, 2025
img
হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড Jul 31, 2025
img
এফসি সিউলের জালে ৭ গোল বার্সার Jul 31, 2025
img
আরেকটি নতুন সংকট ভুয়া সমন্বয়ক : দুদক মহাপরিচালক Jul 31, 2025
img
ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়াল ভারত Jul 31, 2025