কয়েক দিন আগেও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু প্রথমে টি-টোয়েন্টি ও পরে ওয়ানডের অধিনায়কত্ব হারান তিনি। তারপর নিজেই ছেড়ে দেন টেস্টের অধিনায়কত্ব। অধিনায়ককে শান্তকে মূল্যায়ন করে নাইম হাসান বললেন, অধিনায়ক হিসেবে শান্ত অনেক ভালো ছিল।
টেস্ট অধিনায়ক হিসেবে শান্ত খেলেছেন ১৪টি ম্যাচ। ৩৬.২৪ গড়ে অধিনায়ক থাকাকালীন করেছেন ৯০৬ রান। ওয়ানডে অধিনায়ক শান্ত খেলেছেন ১৩টি ম্যাচ। এখানে করেছেন ৫৬৪ রান। এখানে গড়টা দুর্দান্ত, ৫১.২৭। স্ট্রাইকরেট ৮১.২৬। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ২৪টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। এখানে তার সংগ্রহ ১০৪.২৩ স্ট্রাইকরেট ও প্রায় ১৯ গড়ে ৩৯৪ রান।
শান্তর অধীনে টেস্ট খেলেছেন স্পিনার নাইম। সেখান থেকেই অধিনায়ক হিসেবে শান্তকে দেখেছেন তিনি। শান্তকে মূল্যায়নে নাইম দিচ্ছেন লেটার মার্ক। নাইমের ভাষায়, শান্ত ছিলেন এমন একজন অধিনায়ক, যিনি দল পরিচালনায় বরাবরই ছিলেন চিন্তাশীল ও দায়িত্ববান।
নাইম বলেন, 'উনি (শান্ত) অনেক ভালো অধিনায়ক। খেলা নিয়ে অনেক চিন্তা করেন। অধিনায়কত্ব কিন্তু সহজ কাজ না। আমি একজন খেলোয়াড় হয়ে কেবল দলে নিজের ভূমিকা নিয়ে ভাবি। কিন্তু অধিনায়কের পুরো দল, কন্ডিশন, প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করতে হয়।'
শান্তর অধিনায়কত্বের মানসিক চাপ ও সেই চাপ সামাল দেওয়ার দক্ষতা নিয়েও প্রশংসা করেন নাইম, 'অধিনায়কত্ব অনেক কঠিন ব্যাপার। কিন্তু উনি অনেক ভালোভাবে তা হ্যান্ডেল করেছেন। সবাইকে একসাথে রেখেছেন। বাংলাদেশ উনার অধীনে অনেকগুলো ম্যাচ জিতেছে।'