অস্ট্রেলিয়া সফরে কেন যেতে চান, জানালেন নাইম

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ 'এ' দল। এই সফরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন নাইম হাসান। এই স্পিনার জাতীয় দলে কেবল টেস্ট দলে খেললেও  টি-টোয়েন্টি দলের সফরে কেন যেতে চান তা নিয়ে উঠেছে এই প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েছেন নাইম নিজেই। শুধু টেস্ট দলে সুযোগ পেয়েও নিজেকে ভাগ্যবান বলেছেন এই ক্রিকেটার।

জাতীয় দলে কেবল টেস্ট ক্রিকেটেই অভিষেক হয়েছে নাইমের। এই পর্যন্ত তিনি খেলেছেন ১৪টি টেস্ট ম্যাচ। এতেই শিকার করে ফেলেছেন ৪৮টি উইকেট। ব্যাট হাতেও করেছেন ২৩৫ রান। জাতীয় দলে কেবল টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও মোটেও নিজেকে কেবল টেস্ট ক্রিকেটার মনে করেন না নাইম। তিনি স্মরণ করিয়ে দেন ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই খেলেন। লিস্ট 'এ' ক্রিকেটে তার ১০৫ উইকেটের পাশাপাশি ৫১০ রান রয়েছে। টি-টোয়েন্টিতেও নিয়েছেন ৪৯টি উইকেট।


নাইম এই ব্যাপারে বলেন, 'আমি তিন ফরম্যাট খেলার মতো করেই নিজেকে প্রস্তুত করছি। জাতীয় দলে শুধু টেস্ট ক্রিকেট খেলছি। কিন্তু প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতেও খেলি। আমি নিজেকে তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবেই চিন্তা করি।'



শুধু এক ফরম্যাটে জায়গা পাওয়াকে মোটেও ছোট করে দেখেন না নাইম। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম বলেন, 'শুধু টেস্ট খেলছি, এটাই আলহামদুলিল্লাহ। অনেকে অনেক পরিশ্রম করে, কিন্তু এই জায়গায়ও আসতে পারে না। তাই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। সবার ইচ্ছা থাকে দুই-তিন ফরম্যাটে খেলার। যখন দলের আমাকে দরকার হবে, তখন আমাকে নিবে।'

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে মোট ১০টি দল। বাংলাদেশ 'এ' দল, পাকিস্তান শাহীনস ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে এই টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ায় আগে কখনো খেলা হয়নি নাইমের। তাই এই কন্ডিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই সফরে যাওয়ার ইচ্ছা করেছেন তিনি। নিজেকে জাতীয় দলের জন্য গড়ে তুলতে নাইমের নিবেদন কতটা বেশি প্রকাশ পাচ্ছে তার এই ইচ্ছা প্রকাশে।


নাইম বলেন, 'অস্ট্রেলিয়ার কন্ডিশন অচেনা। কোনো সময় খেলা হয়নি। যদি আমাকে নেয় (এ দলে) তাহলে অবশ্যই যাব। নতুন কন্ডিশন জানব, বুঝব কী করতে হবে ওখানে। যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলে ওরাই 'এ' দলে থাকে। ওদের সাথে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। এটা আমাদের জন্য ভালো হবে। পরে যদি অস্ট্রেলিয়ায় আবার খেলার সুযোগ হয়, এখন খেলে থাকলে আমার জন্য সহজ হবে।'

সময়ের সাথে মানিয়ে নেওয়ার জন্য বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জোর দিচ্ছেন বলে জানান নাইম, 'ব্যাটিং নিয়েও কাজ করা হচ্ছে। চেষ্টা করছি ব্যাটিংয়ে আরো উন্নতি করার জন্য যেন ব্যাটিংয়েও আমার দলে অবদান রাখতে পারি। আমার ইনিংসগুলো যদি আরো বড় করতে পারি, আমার দলের জন্যই ভালো হবে। লোয়ার অর্ডার ব্যাটাররা যদি বড় স্কোর করতে পারে তাহলে ড্যামেজ হয়ে যায়। চেষ্টা করছি নিজের ব্যাটিং ওই জায়গায় নিয়ে যাওয়ার।'

আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, 'আলহামদুলিল্লাহ, (টি-টোয়েন্টি দল) খুব ভালো খেলছে। আমার বিশ্বাস ওখানে (এশিয়া কাপ, বিশ্বকাপ) ওরা অনেক ভালো করবে। মোমেন্টাম পেলে বাংলাদেশ ভালো কিছু করবে।'

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি : সালাহউদ্দিন Aug 01, 2025
img
বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে : জয়শঙ্কর Aug 01, 2025
img
গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ Aug 01, 2025
img
ইউক্রেনে রুশ যা করছে তা বিরক্তিকর: ট্রাম্প Aug 01, 2025
img
মদ্রিচকে নিয়ে বেফাঁস মন্তব্য, নতুন বিতর্কে বার্সেলোনা Aug 01, 2025
img
পাকিস্তানের ওপর শুল্কহার ২৯ শতাংশ থেকে ১৯ শতাংশে নামালেন ট্রাম্প Aug 01, 2025
img
দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ, দাবি জুলাই সনদ বাস্তবায়নের Aug 01, 2025
img
‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা Aug 01, 2025
জুলাই আন্দোলন নিয়ে অভিনেত্রীদের দ্বন্দ্বে উত্তাল সোশ্যাল মিডিয়া Aug 01, 2025
img
জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ Aug 01, 2025
img
এনবিআরের ৪৯ কর্মকর্তার বদলি Aug 01, 2025
img
মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা কত টাকায় বিক্রি হলো Aug 01, 2025
img
হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির ২ সদস্য Aug 01, 2025
img
এলপিএল দিয়ে বিশ্বকাপের ‘প্রস্তুতি’ সারবে শ্রীলঙ্কা Aug 01, 2025
img
বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক বাড়িতে ফ্যামেলি কার্ড দেয়া হবে: টুকু Aug 01, 2025
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানো নিয়ে বাণিজ্য উপদেষ্টার প্রতিক্রিয়া Aug 01, 2025
img
১৫ বছর আগের গুজব নিয়ে মুখ খুললেন প্রেস সচিব Aug 01, 2025
img
ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই: সরফত আলী সপু Aug 01, 2025
img
বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: ফাওজুল কবির খান Aug 01, 2025
img
কোন কারণে আদাহ-কে কোল থেকে ফেলে দিলে অক্ষয়! Aug 01, 2025