অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ 'এ' দল। এই সফরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন নাইম হাসান। এই স্পিনার জাতীয় দলে কেবল টেস্ট দলে খেললেও টি-টোয়েন্টি দলের সফরে কেন যেতে চান তা নিয়ে উঠেছে এই প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েছেন নাইম নিজেই। শুধু টেস্ট দলে সুযোগ পেয়েও নিজেকে ভাগ্যবান বলেছেন এই ক্রিকেটার।
জাতীয় দলে কেবল টেস্ট ক্রিকেটেই অভিষেক হয়েছে নাইমের। এই পর্যন্ত তিনি খেলেছেন ১৪টি টেস্ট ম্যাচ। এতেই শিকার করে ফেলেছেন ৪৮টি উইকেট। ব্যাট হাতেও করেছেন ২৩৫ রান। জাতীয় দলে কেবল টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও মোটেও নিজেকে কেবল টেস্ট ক্রিকেটার মনে করেন না নাইম। তিনি স্মরণ করিয়ে দেন ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই খেলেন। লিস্ট 'এ' ক্রিকেটে তার ১০৫ উইকেটের পাশাপাশি ৫১০ রান রয়েছে। টি-টোয়েন্টিতেও নিয়েছেন ৪৯টি উইকেট।
নাইম এই ব্যাপারে বলেন, 'আমি তিন ফরম্যাট খেলার মতো করেই নিজেকে প্রস্তুত করছি। জাতীয় দলে শুধু টেস্ট ক্রিকেট খেলছি। কিন্তু প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতেও খেলি। আমি নিজেকে তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবেই চিন্তা করি।'
শুধু এক ফরম্যাটে জায়গা পাওয়াকে মোটেও ছোট করে দেখেন না নাইম। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম বলেন, 'শুধু টেস্ট খেলছি, এটাই আলহামদুলিল্লাহ। অনেকে অনেক পরিশ্রম করে, কিন্তু এই জায়গায়ও আসতে পারে না। তাই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। সবার ইচ্ছা থাকে দুই-তিন ফরম্যাটে খেলার। যখন দলের আমাকে দরকার হবে, তখন আমাকে নিবে।'
টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে মোট ১০টি দল। বাংলাদেশ 'এ' দল, পাকিস্তান শাহীনস ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে এই টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ায় আগে কখনো খেলা হয়নি নাইমের। তাই এই কন্ডিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই সফরে যাওয়ার ইচ্ছা করেছেন তিনি। নিজেকে জাতীয় দলের জন্য গড়ে তুলতে নাইমের নিবেদন কতটা বেশি প্রকাশ পাচ্ছে তার এই ইচ্ছা প্রকাশে।
নাইম বলেন, 'অস্ট্রেলিয়ার কন্ডিশন অচেনা। কোনো সময় খেলা হয়নি। যদি আমাকে নেয় (এ দলে) তাহলে অবশ্যই যাব। নতুন কন্ডিশন জানব, বুঝব কী করতে হবে ওখানে। যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলে ওরাই 'এ' দলে থাকে। ওদের সাথে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। এটা আমাদের জন্য ভালো হবে। পরে যদি অস্ট্রেলিয়ায় আবার খেলার সুযোগ হয়, এখন খেলে থাকলে আমার জন্য সহজ হবে।'
সময়ের সাথে মানিয়ে নেওয়ার জন্য বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জোর দিচ্ছেন বলে জানান নাইম, 'ব্যাটিং নিয়েও কাজ করা হচ্ছে। চেষ্টা করছি ব্যাটিংয়ে আরো উন্নতি করার জন্য যেন ব্যাটিংয়েও আমার দলে অবদান রাখতে পারি। আমার ইনিংসগুলো যদি আরো বড় করতে পারি, আমার দলের জন্যই ভালো হবে। লোয়ার অর্ডার ব্যাটাররা যদি বড় স্কোর করতে পারে তাহলে ড্যামেজ হয়ে যায়। চেষ্টা করছি নিজের ব্যাটিং ওই জায়গায় নিয়ে যাওয়ার।'
আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, 'আলহামদুলিল্লাহ, (টি-টোয়েন্টি দল) খুব ভালো খেলছে। আমার বিশ্বাস ওখানে (এশিয়া কাপ, বিশ্বকাপ) ওরা অনেক ভালো করবে। মোমেন্টাম পেলে বাংলাদেশ ভালো কিছু করবে।'
ইউটি/টিএ