আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে জানিয়ে ঐকমত্য কমিশন সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে, তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে সনদ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শুরু হয়েছে।
ড. আলী রীয়াজ আরও বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ৬টি কমিশনের সুপারিশগুলোর সারাংশগুলোর মধ্যে প্রাথমিকপর্যায়ে আলোচনায় ঐকমত্য হয়েছে। ১৩ বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে। বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয়পর্যায়ে আলোচনা শেষ হবে আজ।
সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসেছে। তবে আজই আলোচনা শেষ করতে চায় কমিশন। জুলাই সনদের পটভূমি খসড়া দেয়া হয়েছে রাজনৈতিকদলগুলোর কাছে। সেগুলোর ওপর দলগুলোর সংশোধন নিয়ে কাজ করছে কমিশন। দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্যদিয়ে সমাধান হতে পারে বলেও আশা করা যাচ্ছে।
এরপর চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, সেখানে দলগুলো স্বাক্ষর করবে। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে দলগুলো। আজকে যেভাবেই হোক আলোচনা শেষ হবে বলেও জানা গেছে।
আরও জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্বসহ ৭টি বিষয়ে আলোচনা হবে ঐকমত্য কমিশনের শেষ দিনে। বেলা সাড়ে ১১টার পর অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে এ আলোচনা শুরু হয়।
আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আরও রয়েছে-ঊচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। আছে, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ। কমিশনের প্রত্যাশা, আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি আজও বৈঠকে সবগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছে।
কেএন/এসএন