সাবেক প্রধান বিচারপতি খায়রুল ‎হকের জামিন আবেদন নামঞ্জুর

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘এবি এম খায়রুল হক একজন সাবেক প্রধান বিচারপতি।

হয়রানির উদ্দেশ্যে গত ২৪ জুলাই এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ঘটনা গত বছরের ১৮ জুলাই। ঘটনার প্রায় এক বছর পর গত ৬ জুলাই মামলাটি দায়ের করা হয়। এতদিন পর কেন মামলাটি দায়ের করেছেন তার সুনির্দিষ্ট কোনো ব্যাখা নেই।

প্রধান বিচারপতি থেকে ২০১১ সালের ১৭ জুন তিনি অবসরে যান। অবসরের পর থেকে গত বছরের ৫ আগস্ট তার বাড়িতে এবং চলাচলের ক্ষেত্রে তার নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা পুলিশ পাহারাধীন ছিল। এই তথ্য পুলিশের সংশ্লিষ্ট সদর দপ্তরে সংরক্ষিত আছে। মামলার ঘটনার দিন তিনি নিজবাড়িতে পুলিশ পাহারায় অবস্থান করছিলেন।

তিনি আরো বলেন, ‘ঘটনার দিন তিনি তার কর্মস্থল আইন কমিশনের কার্যালয়ে তার দাপ্তরিক কাজ শেষে পুলিশ পাহারায় নিজ বাসভবনে ফিরে আসেন। যাত্রাবাড়ী এলাকায় তিনি গমন করেননি। তার বয়স ৮১ বছর। এই বয়সে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার জামিনের প্রার্থনা করছি।

জামিন পেলে তিনি ট্রায়াল ফেস করতেন। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’ শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ২৪ জুলাই সকালে ধানমণ্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়। ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়েছে। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদানসহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় বুধবার তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তার বাবা আলা উদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বন্ধু হলেই যে শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো কথা নেই: তাসকিন Aug 01, 2025
img
১০ মিনিটে সোল্ড আউট 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ ইভেন্টের টিকিট Aug 01, 2025
img
ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে সমন্বিতভাবে মোটা অঙ্কের জরিমানা Aug 01, 2025
img
তৃপ্তি ডিমরির উত্থানের গল্পে মুগ্ধ বলিউড Aug 01, 2025
img
ঢাকায় একাধিক ভাড়া বাসা রিয়াদের Aug 01, 2025
img
সরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের Aug 01, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৫ দেশের প্রশংসায় ইরাক Aug 01, 2025
img
নিউ ইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন গুলিতে নিহত বাংলাদেশি দিদারুল Aug 01, 2025
img
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত Aug 01, 2025
img
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসির সাইকেল র‍্যালি Aug 01, 2025
img
প্রাক-মৌসুমে টটেনহ্যামের কাছে হোঁচট খেল আর্সেনাল Aug 01, 2025
img
সপ্তাহজুড়ে মুদ্রা বিনিময়: বেড়েছে মার্কিন ডলারের মূল্য, স্থিতিশীল বেশিরভাগ মুদ্রার দর Aug 01, 2025
img
‘কিংডম’ দিয়ে নিজের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয় Aug 01, 2025
img
মাহভাশের সঙ্গে প্রেমের গুঞ্জনে নীরবতা ভাঙলেন চাহাল Aug 01, 2025
img
ভলতাভা নদীর তীরে এক রূপকথার নগরী প্রাগ Aug 01, 2025
img
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে লাভবান হয়েছে পাকিস্তান: অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব Aug 01, 2025
img
ভুটানের পর এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা Aug 01, 2025
img
রোমান্স আর ইতিহাসের মিশেলে অনন্য প্যারিস Aug 01, 2025
img
বাঁধন-সাবার দ্বন্দ্বে উত্তপ্ত বিনোদন অঙ্গন Aug 01, 2025
img
‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’ Aug 01, 2025