বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল গত ১৬ জুলাই। স্ত্রীর জন্মদিনকে উদ্যাপন করতে তাই অভিনেতা ভিকি কৌশল আয়োজন করেছিলেন বিশেষ একটি নৌকা ভ্রমণের। জন্মদিনের দুই সপ্তাহ পেরোতেই সে মুহূর্তের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, অর্ন্তজালে ভাইরাল হওয়া নৌকা ভ্রমণের ভিডিওটি ভারতের আলিবাগের। ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের হাতে হাত রেখে একসঙ্গে হাঁটছেন ক্যাটরিনা।
এসময় ভিকির পরনে সাদা রঙের শার্ট ও নীল ডেনিম প্যান্ট। ক্যাটরিনা পরেছেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। অভিনেত্রীর এ পোশাকই নেটিজেনদের মনে উসকে দিয়েছে নতুন জল্পনা।
গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা মা হতে চলেছেন। কারণ তার ঢিলেঢালা পোশাক। সাদা রংয়ের ঢিলেঢালা শার্টে অভিনেত্রী স্ফীতোদর আড়াল করার চেষ্টা করেছেন।
শুধু তাই নয়, গাড়ি থেকে বের হয়ে অভিনেত্রীকে ধীরগতিতে হাঁটাতে দেখেও অনুরাগীরা দাবি করছেন এবার ভিকি-ক্যাটের সংসারে আসছে নতুন অতিথি।
২০২১ সালে একে অন্যকে ভালোবেসে বিয়ে করেন ভিকি-ক্যাট। এরপর দুজনই ব্যস্ত ছিলেন সিনেমার কাজ নিয়ে। তবে বর্তমানে সিনেমায় ভিকি কাজ চালিয়ে গেলেও কাজ করছেন না ক্যাটরিনা। সোশ্যাল হ্যান্ডেলে নতুন ভিডিও বা ছবিতেও তাকে দেখা যায় না। পাপারাজ্জিদের থেকেও দূরত্ব তৈরি করেছেন। তাই সত্যি এবার ক্যাটকে অন্তঃসত্ত্বা ভাবছেন ভক্তরা।
এদিকে সংসারে নতুন সদস্য আসা প্রসঙ্গে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি ভিকি-ক্যাট দম্পতি। তাই সত্যি ক্যাটরিনা মা হতে চলেছেন নাকি গতবারের মত এটিও শুধুই গুঞ্জন তা জানতে ভক্তদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
এমআর/টিএ