জাতীয় দলের সিনিয়র সহকারী মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তিতে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বেড়েছে তার মেয়াদ। একইসঙ্গে বাড়ানো হয়েছে তার বেতনও।
সালাউদ্দিনের চুক্তির মেয়াদ ও বেতন বাড়ানোর বিষয়টি বিসিবির সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন গণমাধ্যম।
গত বছরের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। মেয়াদ শেষ হলেও তাকে দায়িত্বে রেখে দেয় বিসিবি। বেশ কয়েকবার বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে লম্বা চুক্তির কথাও জানানো হয়। অবশেষে সেটাই বাস্তবে রূপ নিলো।
২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। নতুন চুক্তিতে বেড়েছে তার বেতনও। প্রাথমিক নিয়োগে সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন সাবেক বিসিবি প্রধান ফারুক আহমেদ। আগের চুক্তিতে ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে বেতন পেতেন সালাউদ্দিন। নতুন চুক্তিতে বেতন বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা।
কদিন আগেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন সালাহউদ্দিনকে পরিবর্তনের কোনো চিন্তা নেই তাদের। তবে বিসিবির পক্ষ থেকে সালাউদ্দিনের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই সালাহউদ্দিনের সঙ্গে এই লম্বা সময়ের চুক্তি করেছে বিসিবি।
টিএ/