সৌদি আরবে বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় আহত অন্তত ২৩

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পার্বত্য পর্যটন নগরী তাইফের একটি বিনোদন পার্কে চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তাইফের আল হাদা জেলায় রাইড ভেঙে পড়ার এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজন তরুণী রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দর্শনার্থীতে ঠাসা ওই রাইডটি চলন্ত অবস্থায় আকস্মিকভাবে ভেঙে পড়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাইডটি হঠাৎ ভেঙে পড়ায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত রাইডে থাকা লোকজন অনেক ওপর থেকে নিচে পড়ে যান। এ সময় আশপাশ থাকা আতঙ্কিত লোকজন চিৎকার করতে শুরু করেন।

খবর পেয়ে দেশটির জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনায় পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পার্কটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাইফের সরকারি এক কর্মকর্তা বলেছেন, বিনোদন পার্কের রাইড দুর্ঘটনায় ইতোমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা বলেছেন, স্থানীয় পৌর কর্তৃপক্ষ, জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা এই দুর্ঘটনার কারণ জানতে বিস্তৃত তদন্ত শুরু করেছে।

চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশটির নাগরিকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাইডটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজনের আর্তচিৎকার শোনা যায়।

দেশটির সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় তাইফ নগরীর ওই বিনোদন পার্ক বর্তমানে বন্ধ রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

তেলনির্ভরতা থেকে বেরিয়ে বহুমুখী অর্থনীতির সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরবে গত কয়েক বছরে বহু বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের এসব প্রকল্পের মাঝে রাজধীনী রিয়াদের কাছে ‘কিদ্দিয়া’ নামের একটি গিগা-প্রকল্প রয়েছে। যেখানে থিম পার্ক ও মোটরস্পোর্টস রেসট্র্যাক নির্মাণের কাজ চলছে।

সূত্র: এএফপি, আল-আরাবিয়া। 

Share this news on:

সর্বশেষ

img
১৫ বছর আগের গুজব নিয়ে মুখ খুললেন প্রেস সচিব Aug 01, 2025
img
ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই: সরফত আলী সপু Aug 01, 2025
img
বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: ফাওজুল কবির খান Aug 01, 2025
img
কোন কারণে আদাহ-কে কোল থেকে ফেলে দিলে অক্ষয়! Aug 01, 2025
img
রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন স্থগিত! Aug 01, 2025
img
মৃত্যুহীন দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ , হাসপাতালে মোট ভর্তি ২১ হাজার ১১৮ জন Aug 01, 2025
img
বেতনের দাবিতে কর্মবিরতি, ১৩০ বাংলাদেশি শ্রমিক ফেরত পাঠালো কুয়েত Aug 01, 2025
img
ফের আইনি বিপাকে কঙ্গনা রনৌত Aug 01, 2025
img
ঐকমত্য কমিশনের ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টিতে ভিন্ন মত বিএনপির : সালাহউদ্দিন Aug 01, 2025
মোহনীয় লুকে যুক্তরাষ্ট্রের রাস্তায় দীঘি Aug 01, 2025
যেকারনে ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়ে দিলো ভারত Aug 01, 2025
img
প্রধান উপদেষ্টা ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির Aug 01, 2025
img
বাংলাদেশের শুল্ক কমতেই ভারতের পোশাক শেয়ারে বড় ধস Aug 01, 2025
img
উত্তরা বিমান দুর্ঘটনা: শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর Aug 01, 2025
img
স্টোকসের পর এবার ছিটকে গেছেন ক্রিস ওকস Aug 01, 2025
img
অভিষেকের আগেই রিয়াল মাদ্রিদের অনুশীলনে নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার Aug 01, 2025
img
যুক্তরাষ্ট্রকে যে কৌশলে আটকাতে চাইছে ইরান Aug 01, 2025
img
ঠাকুরগাঁওয়ের সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ Aug 01, 2025
img
প্রতিযোগীদের চেয়ে শুল্কহার কিছুটা কম, এটাই আমাদের জন্য স্বস্তির খবর : বিজিএমইএ সভাপতি Aug 01, 2025
সংসদে 'শ্রমিক প্রতিনিধি' চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী Aug 01, 2025