বলিউডে প্রথম ছবি দিয়েই আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী তারকা শ্রীলিলা। দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল, ‘আশিকী ৩’ ছবির মাধ্যমে কার্তিক আরিয়ানের বিপরীতে বলিউডে পা রাখছেন তিনি। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছিল ‘সাইয়ারা’ নামের একটি চলচ্চিত্র, যেখানে নায়িকার দুরারোগ্য রোগকে ঘিরে আবেগপ্রবণ প্রেমের গল্প দেখানো হয়েছে। অনেকেই ভেবেছিলেন, শ্রীলিলার চরিত্রও বুঝি তেমনই কিছু।
কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক অনুরাগ বসু জানিয়ে দিয়েছেন, ‘আশিকী ৩’–এর গল্প একেবারেই মৌলিক। শ্রীলিলার চরিত্রে কোনো রোগ বা অতীতের কোনো ট্র্যাজেডি নেই। বরং এই ছবিটি একটি আধুনিক প্রজন্মের প্রেমকাহিনি, যার প্রতিটি অধ্যায় নতুনভাবে দর্শকদের হৃদয়ে নাড়া দেবে। অনুরাগ বসু আরও স্পষ্ট করে বলেন, চিত্রনাট্যেও কোনো পরিবর্তন আনা হয়নি, ছবির কাজ চলছে নির্ধারিত সময়সীমা মেনেই।
এই এক ছবির হাত ধরেই শ্রীলিলার দিকে এখন বলিউডের অনেক নির্মাতার নজর। মুক্তির আগেই বিভিন্ন ব্যানার থেকে ছবির প্রস্তাব পাচ্ছেন এই নবাগত অভিনেত্রী। তাঁর লুক ও পর্দায় উপস্থিতি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অভ্যন্তরে প্রশংসা কুড়িয়েছে। কার্তিক আরিয়ানের সঙ্গে তার রসায়নও এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলেই ধারণা সিনেপ্রেমীদের।
‘আশিকী’ নামটিই যেখানে আবেগ, প্রেম ও সংগীতের এক অনন্য নাম হয়ে উঠেছে বলিউড ইতিহাসে, সেখানে নতুন অধ্যায়ে নতুন মুখ হিসেবে শ্রীলিলার আত্মপ্রকাশ নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব বহন করছে। এখন শুধু অপেক্ষা, ছবিটি কবে মুক্তি পায়, আর দর্শকরা কতটা ভালোবাসা ঢেলে দেন এই নতুন জুটির প্রতি।
টিকে/