একটি দশক পেরিয়ে গেল, কিন্তু ‘দৃশ্যম’ আজও ভারতীয় সিনেমায় থ্রিলারের সংজ্ঞা বদলে দেওয়া এক অনন্য উদাহরণ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মালায়ালাম ভাষার ‘দৃশ্যম’-এর বলিউড রিমেক হলেও, এটি নিজস্ব ভাবনা ও নির্মাণশৈলীতে হয়ে উঠেছিল এক নতুন অভিজ্ঞতা। পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত, আর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অজয় দেবগন, টাবু ও শ্রিয়া শরণ।
একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের চারপাশে গড়ে ওঠা একটি দুর্ঘটনাজনিত খুন এবং সেই খুন আড়াল করার জন্য পরিবারের লড়াই-এই গল্পেই লুকিয়ে ছিল উত্তেজনা, আবেগ এবং সূক্ষ্ম সামাজিক পর্যবেক্ষণ। অজয় দেবগনের অভিনয় যেন হুবহু এক অভিভাবকের প্রতিচ্ছবি, যিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেও নিজের পরিবারের জন্য আইনের চোখে ধুলো দিতে পারেন। অন্যদিকে পুলিশ অফিসারের চরিত্রে টাবুর অনবদ্য পারফরম্যান্স দর্শকদের মনে আজও গেঁথে আছে।
ছবির গল্প যেমন ধাপে ধাপে সামনে এসেছে, ঠিক তেমনই তার আবেগ, রোমাঞ্চ ও ক্লাইম্যাক্সে এসেছে এমন সব মোড়, যা সিনেমাহলে তখন দর্শকদের নিঃশ্বাস আটকে রেখেছিল। সেই অভিজ্ঞতা আজও নতুন প্রজন্মের দর্শকদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।
‘দৃশ্যম’ দেখিয়েছিল কিভাবে একটি পারিবারিক গল্পকে থ্রিলার ধাঁচে উপস্থাপন করে দর্শকদের আবেগের সঙ্গে যুক্ত করা যায়। এটি শুধু অপরাধভিত্তিক গল্প নয়, বরং এটি পরিবার, দায়িত্ব ও আত্মত্যাগের গল্পও।
১০ বছর পেরিয়ে গেলেও ‘দৃশ্যম’-এর প্রভাব আজও বলিউডের থ্রিলার ঘরানার পথনির্দেশক হিসেবে বিবেচিত। এটাই প্রমাণ করে, একটি ভালো গল্প কখনও পুরনো হয় না-বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠে।
টিকে/