চলচ্চিত্র জগতে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করে নিচ্ছেন নবীন অভিনেত্রী ভাগ্যশ্রী বরসে। রূপে-গুণে ও স্বাভাবিক অভিনয়শৈলীতে মুগ্ধ করছেন দর্শক-সমালোচক সকলকেই। পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব ও মার্জিত উপস্থিতি তাকে আলাদাভাবে চিনিয়ে দিচ্ছে ভক্তদের মাঝে।
বর্তমানে তিনি কাজ করছেন তার বহু প্রতীক্ষিত নতুন ছবি ‘কিংডম’-এ, যা ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে, আর ভাগ্যশ্রীর চরিত্রটি ঘিরেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
তার সাবলীলতা, আত্মবিশ্বাস, এবং অভিনয়ের প্রতি একনিষ্ঠতা তাকে অল্প সময়েই বিশেষ নজরে এনেছে। রূপে মোহিত করলেও, ভাগ্যশ্রীর আসল শক্তি তার অভিনয় দক্ষতা, যা ধরা পড়ছে প্রতিটি নতুন প্রজেক্টে।
চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন পাবলিক ইভেন্ট, ফ্যাশন শো এবং সামাজিক মাধ্যমে ভাগ্যশ্রীর উপস্থিতি বারবার আলোচনায় এসেছে। নতুন প্রজন্মের দর্শকদের কাছে তিনি হয়ে উঠছেন অনুপ্রেরণার নাম।
‘কিংডম’ ছবি তার ক্যারিয়ারে এক নতুন মোড় আনতে পারে বলেই মনে করছেন অনেকে। এখন শুধু অপেক্ষা, বড় পর্দায় তার অসাধারণ পারফরম্যান্স দেখার।
এমআর/টিএ