টলিউডে আসছে এক অনন্য জীবনীভিত্তিক ছবি— বেলা। রেডিও তরঙ্গের উজ্জ্বল কণ্ঠস্বর থেকে রুপালি পর্দায় রূপকথা, এ যেন এক ভিন্নধর্মী যাত্রা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট-লুক পোস্টার। যেখানে দৃশ্যমান কেন্দ্রীয় চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, তার চোখে-মুখে ধরা পড়েছে অভিজ্ঞতার আলো আর জীবনযুদ্ধের ছাপ।
প্রখ্যাত রেডিও জকি বেলা দে-র জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। একসময় যিনি ‘মহিলামহল’ অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য নারীর মন ছুঁয়েছিলেন, তার কণ্ঠস্বর ছিল যেন এক আশ্রয়। সেই কণ্ঠের পেছনের জীবন, সংগ্রাম আর অজানা গল্প এবার সিনেমার পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়।
প্রযোজনায় রয়েছে গ্রে মাইন্ড কমিউনিকেশন। যদিও এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবুও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের কৌতূহল চোখে পড়ার মতো। টলিউডের দর্শকরা অপেক্ষায় আছেন, কেমনভাবে বেলা দে-র জীবনের গল্প ফুটে উঠবে ঋতুপর্ণার অভিনয়ে।