ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কাঠামোতে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নির্বাচনে থাকছে না সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।
আসন্ন নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৪ আগস্ট শের-ই বাংলায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। আর ৪ সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়েই রয়েছে। চলতি বছরের মার্চে কোয়াবের আগের কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠিত হয়। যার মূল দায়িত্ব ছিল গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচন আয়োজন।
কোয়াবের বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগস্টের ৪ তারিখ যে সভা হবে, সেখানে বসে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ইচ্ছা রয়েছে সেপ্টেম্বরের ১-৪ তারিখের মধ্যে নির্বাচন করার।’
এদিকে, সাধারণ সদস্যের বিষয়ে তিন ধরনের ক্যাটাগরি রাখা হয়েছে। প্রথমে রাখা হয়েছে আজীবন সদস্যপদ ক্যাটাগরি। যেখানে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা ৫০ হাজার টাকার বিনিময়ে এই পদ নিতে পারবেন। আর জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের গুনতে হবে ১ লাখ টাকা। এই ক্যাটাগরিতে যারা থাকবেন তাদের বাৎসরিক ফি দেওয়া লাগবে না এবং পূর্ণ ভোটের অধিকার দেওয়া হবে।
দ্বিতীয়ত স্থায়ী সদস্যপদ। ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ অথবা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটাররা ৫ হাজার টাকা দিয়ে এই পদ নিতে পারবেন। এই ক্যাটাগরির সদস্যদের বাৎসরিক ফি দেওয়া লাগবে। এর বাইরে রয়েছে সহযোগী সদস্যপদ। এই ক্যাটাগরির জন্য ২ হাজার টাকা ফি ও বাৎসরিক ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই সদস্যরা ভোটের অধিকার পাবেন না।
পিএ/এসএন