ম্যান অব স্টিল–কে পেছনে ফেলে শীর্ষে গানের সুপারম্যান
মোজো ডেস্ক 08:37AM, Aug 01, 2025
জেমস গানের সুপারম্যান যেন বক্স অফিসে নতুন ইতিহাস লিখছে। মুক্তির মাত্র আঠারো দিনের মাথায় যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজারে আয় ছুঁয়েছে ৩০ কোটি ডলার—যা সুপারম্যানের কোনো একক সিনেমার জন্য এ যাবৎকালের সর্বোচ্চ সাফল্য।
এর আগে ম্যান অব স্টিল প্রায় ২৯ কোটি ১০ লাখ ডলারের আয় করে শীর্ষে ছিল। তবে নতুন রেকর্ড গড়ে সেই সীমা পেরিয়ে গানের নির্মাণ উঠে এসেছে প্রথম স্থানে। মুক্তির শুরু থেকেই ছবিটি টানা ভালো ব্যবসা করছে, বিশেষ করে কর্মদিবসের মধ্যেও আয় অব্যাহত থাকায় গতি ধরে রেখেছে।
বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও পিছিয়ে নেই গানের সুপারম্যান। এখন পর্যন্ত এর বৈশ্বিক আয় প্রায় ৪১৬ মিলিয়ন ডলার, যা ধীরে ধীরে ৫০০ মিলিয়নের মুনাফার সীমা ছুঁতে চলেছে। যদিও এটি এখনও ম্যান অব স্টিল–এর বৈশ্বিক আয়ের (৬৭০ মিলিয়ন ডলার) তুলনায় পিছিয়ে আছে।
ডিসি স্টুডিওসের নতুন নেতৃত্বে চরিত্রটির এই উত্থান অনেকটাই পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে। সুপারম্যানের এই সাফল্য প্রমাণ করছে—ক্লার্ক কেন্ট এখনও দর্শকের কাছে আগের মতোই জনপ্রিয়, বরং নতুন আঙ্গিকে হয়তো আরও বেশি।