'পুষ্পা ২ : দ্য রুল' দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন তিনি। নতুন ইতিহাস গড়ে আল্লু অর্জুন এখন দক্ষিণ ভারত থেকে বলিউড হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায়। সেই সাফল্যের রেশ না কাটতেই অভিনেতা ডুব দিয়েছেন আরও বড় বাজেটের এক অ্যাকশন ছবির কাজে। পরিচালক অ্যাটলির পরিচালনায় নির্মিত এই সিনেমাটি হতে চলেছে তার ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৭ সাল।
এদিকে, ছবিটির শুটিং জোরেশোরেই চলছে। তবে আল্লু ভক্তরা এখনই কৌতূহলে মুখিয়ে আছেন-পরের প্রজেক্টটা কী হতে যাচ্ছে? গুঞ্জন বলছে, 'অ্যানিমাল' খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং ‘পদ্মাবত’-খ্যাত গ্র্যান্ড ভিশনের নির্মাতা সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে কথাবার্তা চলছে আল্লু অর্জুনের।
একসময় ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে ছবির পরিকল্পনা হলেও আপাতত সেই পরিকল্পনা বিরতি নিয়েছে। তবে গীতাআর্টস এখন ভবিষ্যতের জন্য বয়াপতি শ্রীনুর সঙ্গে একটি সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়েও ভাবছে।
বর্তমানে যদিও এই সব আলোচনাই রয়েছে পরিকল্পনার স্তরে, তবু ভক্তরা জানেন, আল্লু অর্জুন সহজে কোনো সিদ্ধান্ত নেন না। বেছে বেছে কাজ করেন, আর প্রত্যেকটিই যেন হয় সাফল্যের এক নতুন সংজ্ঞা।
এই মুহূর্তে তার মনোযোগ অ্যাটলির সঙ্গে তৈরি সেই অ্যাকশন বন্যার দিকেই, কিন্তু ২০২৬ সালের মধ্যেই পরবর্তী সিনেমার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
টিকে/