জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে পড়ে মো. আরিফুল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আরিফুল নির্মাণাধীন ভবনে মোজাইকের কাজ করতেন। হঠাৎ নিচে পড়ে গেলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন আরিফুলকে মেডিকেলে নিয়ে আসেন। তারা জানান, আরিফুল ভবন থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল, দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত এনাম মেডিকেলে পাঠানো হয়।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
নির্মাণাধীন ভবনটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক সেখানে থাকেন। দুপুরের দিকে ফোনে জানতে পারি, একজন শ্রমিক পড়ে গেছেন। ধারণা করছি, অসাবধানতাবশত চলাফেরার সময় তিনি পড়ে যেতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শনিবার সকাল ১০টায় জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। আমি চাই শুধু ক্ষতিপূরণ নয়, এই ঘটনায় যেন দোষীদের যথাযথ শাস্তিও হয়।
এফপি/টিএ