দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নির্জন বসতিপূর্ণ দ্বীপ—ট্রিস্টান দা কুনহা। ব্রিটিশ ওভারসিজ টেরিটরির এই আগ্নেয় দ্বীপ সেন্ট হেলেনা থেকে প্রায় ২,৪০০ কিলোমিটার ও দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় ২,৮০০ কিলোমিটার দূরে।
মাত্র ২৫০ জন বাসিন্দার সবাই থাকেন দ্বীপের একমাত্র বসতি এডিনবার্গ অব দ্য সেভেন সিজ-এ। দ্বীপের অর্থনীতি নির্ভর করে মাছ ধরা, কৃষি ও ডাকটিকিট-মুদ্রা বিক্রির ওপর। এখানে কোনো বিমানবন্দর নেই—সমুদ্রপথেই কেপটাউন থেকে জাহাজে ছয় দিনের যাত্রায় পৌঁছাতে হয়।
প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য এই দ্বীপে আছে ২,০৬২ মিটার উঁচু কুইন মেরিস পিক ও ইউনেস্কো ঘোষিত সমুদ্রজীববৈচিত্র্য। পাখিপ্রেমীদের জন্যও আকর্ষণ ট্রিস্টান অ্যালবাট্রস ও নর্দার্ন রকহপার পেঙ্গুইন-এর মতো বিরল প্রজাতি।
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অস্ট্রেলীয় গ্রীষ্মকাল ভ্রমণের সেরা সময়। সঠিক পরিকল্পনা থাকলে, এই নির্জন দ্বীপে ভ্রমণ হবে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।
এফপি/টিকে