'মুশফিক আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার, এরকম সুঠামদেহী পেস বোলার আমাদের কম আছে'

নাইম শেখের ঝড়ো ইনিংস ও আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের দারুণ হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। এরপর ৩২ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন নাইম, সমতা ফেরান সিরিজে। ম্যাচ শেষে নাইমের প্রশংসা করেন দলের কোচ মিজানুর রহমান বাবুল, পাশাপাশি তাকে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কাজ করার পরামর্শও দেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন সাইফ হাসান।

ডানহাতি ওপেনারের বিদায়ের পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন নাইম ও মাহিদুল ইসলাম। পাওয়ার প্লেতে বেশিরভাগ রানই এসেছে নাইমের ব্যাট থেকে। পাওয়ার প্লে শেষের আগেই তাদের দুজনের জুটি ভাঙেন আহমেদ শরিফ।



ডানহাতি পেসারের বলে আইচ মোল্লার হাতে ক্যাচ দিয়েছেন ৮ বলে ৪ রান করা অঙ্কন। একটু পর আউট হয়েছেন নাইমও। হাফ সেঞ্চুরির পথে থাকলেও সমান তিনটি করে চার ও ছক্কায় নাঈম আহমেদ সাকিবের বলে ফিরে যান তিনি।

এরপর বোলিংয়ে ম্যাচ জেতাতে বাকি কাজ সেরেছেন 'এ' দলের তিন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। তারা তিনজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাহফিজুল ইসলাম রবিনের ৪১ রানের ইনিংসের পরও ব্যাটারদের ব্যর্থতায় ১৩৩ রানে থামে বাংলাদেশ হাই পারফরম্যান্স।

ম্যাচ শেষে বাবুল বলেন, 'নাইম শেখ সাধারণত শটস খেলতে পছন্দ করে। সে যে ধরনের ক্রিকেট খেলে সে হয়তো স্লো উইকেটে এতোটা ভালো করতে পারে না। একজন ক্রিকেটার হিসেবে এটা তার মানিয়ে নিতে হবে। সে জাতীয় দলে খেলতে, সে অনেক অভিজ্ঞ, ভালো ক্রিকেটার হওয়ার কারণেই সে জাতীয় দলে খেলেছে। আজকে একটু সাবলীল খেলেছে।'

'হাসান মাহমুদ এখানে খেলছে জাতীয় দলের আত্মবিশ্বাসের জন্য, নাইম শেখ সম্প্রতি কিছু ম্যাচ জতীয় দলে খেলেছে। এই পারফরম্যান্সগুলো জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। সোহান জাতীয় দলের অনেক কাছে আছে। তার পারফরম্যান্সটাও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমরা শিরোপা জয়ের পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী আমরা কাজ করছি। সেভাবেই তাদের আত্মবিশ্বাস দেয়ার চেষ্টা করছি।'

এর আগের ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্সকে পেস আগুনে পুড়িয়ে ১৩১ রানে আটকে দিয়েছিলেন মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরিরা। অথচ নাইম, সাইফ, আফিফ ও অঙ্কনের মতো ব্যাটার নিয়েও সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ টাইগার। সেই ম্যাচে ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন মুশফিক হাসান।

মুশফিককে নিয়ে বাবুল বলেন, 'আমার দৃষ্টিতে মুশফিক আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার। আমাদের এরকম সুঠামদেহী পেস বোলার আমাদের কম আছে। তার বোলিং স্কিল খুবই ভালো। তবে সে খুবই ইনজুরিপ্রবণ। আমরা এটা খুব কাছ থেকে দেখভাল করছি। সে রিহ্যাবের পর এখানে এসেছে।

আমি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমার কাছে মনে হয়েছে সুপার ফিট।'

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে রেকর্ড পরিমাণ ব্যয় যুক্তরাষ্ট্রের Aug 03, 2025
img
১৫০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশকে দিচ্ছে এডিবি Aug 03, 2025
img
ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’-এ যোগ দিলেন রাশি খান্না Aug 03, 2025
img
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ Aug 03, 2025
img
‘পারিশ্রমিক দেয়নি, উল্টো অপমান করেছে’, ‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দোয়েলের Aug 03, 2025
img
শরণার্থী থেকে ফোর্বসের সবচেয়ে শক্তিশালী নারীদের তালিকায় ফুটবলার নাদিয়া Aug 03, 2025
img
রজনীকান্ত বনাম আমির, এবার ‘কুলি’তে দুই তারকার ঝড় Aug 03, 2025
আল্লাহর পথে পুত্র কুরবানীর অলৌকিক গল্প | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 03, 2025
জান্নাতি নারীদের যে গুণ বলেছেন নবীজি | ইসলামিক টিপস Aug 03, 2025
আল্লাহর মনোনীত মরিয়ম আঃ এর জীবনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 03, 2025
ট্রাম্পের শুল্ক নীতিতে মোদির কড়া প্রতিক্রিয়া Aug 03, 2025
img
ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম: ফখরুল Aug 03, 2025
img
এনবিআরের আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর Aug 03, 2025
ঘোষণার দ্বারপ্রান্তে ভোটের সম্ভাব্য সময়, অপেক্ষায় পুরো দেশ! Aug 03, 2025
সংঘাতের আভাস দিলেন ইসরায়েলি সেনাপ্রধান Aug 03, 2025
স্লোগানে গর্জে উঠলো শাহবাগ, ছাত্রদলের সমাবেশে উদ্দীপনার ঢেউ Aug 03, 2025
ট্রাম্পের হুমকি গ্রাহ্য করল না ভারত, বন্ধ হচ্ছে না রাশিয়া থেকে তেল আমদানি Aug 03, 2025
img
শাহবাগে ছাত্রদলের সমাবেশ : ৩ মোড়ে যান চলাচলে ধীরগতি Aug 03, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র Aug 03, 2025
img
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধড়ক ২’ ও ‘সন অব সরদার ২’ Aug 03, 2025