দুপুর আড়াইটায় ছাত্রদলের সমাবেশ শুরু, শাহবাগে জনস্রোত শুরু

ছাত্রসমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে সংগঠনটি।

আজ রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় এ ছাত্রসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। এ সমাবেশ কেন্দ্র করে আগেই সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান আছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীর ভিড় বাড়ছে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারও কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক-সেদিক ঘোরাফেরা করছেন। শাহবাগ এলাকায় পাবলিক যান চলাচল বন্ধ থাকায় রাস্তায় অনেকে বসে পড়েছেন।

প্রত্যন্ত জেলা থেকে আসা নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘রহমান, তারেক, রহমান, তারেক’, ‘জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস’ এমন সব স্লোগানে মুখর শাহবাগ মোড়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ও ছাত্রসমাবেশ হয়েছে—সবচেয়ে বড় ছাত্রসমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে।

তিনি বলেন, আজকের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যাহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে মাধ্যমে আজকে সমাবেশকে সফল করবো। কয়েক লক্ষাধিক নেতাকর্মী এ সমাবেশ যোগ দেবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশ এ সমাবেশে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন নাছির।

লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ নেতাকর্মীদের নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।

আবুল বারাকাত সৌরভ বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।

ছাত্রসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরবাসীকে শাহবাগ এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।


পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে রেকর্ড পরিমাণ ব্যয় যুক্তরাষ্ট্রের Aug 03, 2025
img
১৫০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশকে দিচ্ছে এডিবি Aug 03, 2025
img
ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’-এ যোগ দিলেন রাশি খান্না Aug 03, 2025
img
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ Aug 03, 2025
img
‘পারিশ্রমিক দেয়নি, উল্টো অপমান করেছে’, ‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দোয়েলের Aug 03, 2025
img
শরণার্থী থেকে ফোর্বসের সবচেয়ে শক্তিশালী নারীদের তালিকায় ফুটবলার নাদিয়া Aug 03, 2025
img
রজনীকান্ত বনাম আমির, এবার ‘কুলি’তে দুই তারকার ঝড় Aug 03, 2025
আল্লাহর পথে পুত্র কুরবানীর অলৌকিক গল্প | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 03, 2025
জান্নাতি নারীদের যে গুণ বলেছেন নবীজি | ইসলামিক টিপস Aug 03, 2025
আল্লাহর মনোনীত মরিয়ম আঃ এর জীবনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 03, 2025
ট্রাম্পের শুল্ক নীতিতে মোদির কড়া প্রতিক্রিয়া Aug 03, 2025
img
ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম: ফখরুল Aug 03, 2025
img
এনবিআরের আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর Aug 03, 2025
ঘোষণার দ্বারপ্রান্তে ভোটের সম্ভাব্য সময়, অপেক্ষায় পুরো দেশ! Aug 03, 2025
সংঘাতের আভাস দিলেন ইসরায়েলি সেনাপ্রধান Aug 03, 2025
স্লোগানে গর্জে উঠলো শাহবাগ, ছাত্রদলের সমাবেশে উদ্দীপনার ঢেউ Aug 03, 2025
ট্রাম্পের হুমকি গ্রাহ্য করল না ভারত, বন্ধ হচ্ছে না রাশিয়া থেকে তেল আমদানি Aug 03, 2025
img
শাহবাগে ছাত্রদলের সমাবেশ : ৩ মোড়ে যান চলাচলে ধীরগতি Aug 03, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র Aug 03, 2025
img
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধড়ক ২’ ও ‘সন অব সরদার ২’ Aug 03, 2025