জাপানের বাজারে স্মার্ট টয়লেট নিয়ে এসেছে টোটো নামে একটি কোম্পানি। যা গতকাল শনিবার (১ আগস্ট) থেকে বিক্রি শুরু হয়েছে। এই টয়লেটটি অন্য সাধারণ টয়লেটের চেয়ে পুরোপুরি ভিন্ন।
এটি শুধুমাত্র প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্যই ব্যবহৃত হবে না। এটিতে লাগানো থাকবে একটি সেন্সর। যেটি মানুষের মলের রঙ, কতটুকু শক্ত ও পরিমাণ নিরূপণ করবে। মূলত যেসব মানুষ স্বাস্থ্য সচেতন তাদের জন্য এ টয়লেটটি তৈরি করা হয়েছে।
টোটো কোম্পানি জানিয়েছে, জাপানে এবারই প্রথমবারের মতো সাধারণ বাড়ির জন্য এ টয়লেট বাজারে আনা হচ্ছে। তাদের সর্বাধুনিক ‘নিয়োরেস্ট’ সিরিজের দুটি মডেলে এ প্রযুক্তি থাকবে।
স্মার্ট টয়লেটের দাম কেমন হবে
খুচরা পর্যায়ে এ টয়লেটের দাম ধরা হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯০০ জাপানি ইয়েন। যা বাংলাদেশি অর্থে ৪ লাখ টাকার বেশি। অর্থাৎ যারা স্মার্ট টয়লেট ব্যবহার করতে চান তাদের বেশ বড় পরিমাণ একটি অর্থ খরচ করতে হবে।
কোম্পানিটির প্রত্যাশা তারা বছরে ৭ হাজার ৩০০টি টয়লেট বিক্রি করতে পারবে।
কীভাবে কাজ করবে টয়লেটটি
টয়লেটের ভেতর তৈরি করা হয়েছে একটি এলইডি। যা মল বের হওয়ার সময় সেটির ওপর আলো ফেলে। এরপর এটির ভেতর থাকা সেন্সর প্রতিফলিত আলোটি রিসিভ করবে। এরমাধ্যমে মলের আকার, পরিমাণসহ অন্যান্য বিষয়গুলো পরিমাপ করে।
স্মার্ট টয়লেটে মলের রঙ তিনটি রঙে, কঠোরতা সাতটি স্তরে এবং আয়তন তিনটি স্তরে পরিমাপ করা হয়।
এফপি/ টিকে