জাহাজ জট সামলাতে চট্টগ্রাম বন্দরে অনুমোদিত জাহাজ সংখ্যা কমানোর উদ্যোগ

দিন যত যাচ্ছে চট্টগ্রাম বন্দরে জাহাজ জট বাড়ছে আর এতে হিমশিম অবস্থা বন্দর কর্তৃপক্ষের। পরিস্থিতি সামাল দিতে বন্দরের পক্ষ থেকে অনুমোদিত কনটেইনারবাহী জাহাজের সংখ্যা ১৫টি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিপিং খাত-সংশ্লিষ্টরা তা মানতে নারাজ। তারা বলছেন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা না বাড়িয়ে জাহাজ কমানো কোনো সমাধান নয়।

জাহাজের সংখ্যা কমলে ক্রমবর্ধমান আমদানি-রপ্তানির চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

জানা গেছে, বর্তমানে জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় ৯-১০ দিন পর্যন্ত কনটেইনার জাহাজ বহির্নোঙরে বসে থাকতে হচ্ছে। এতে শিপিং এজেন্টরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বন্দরের ভাবমূূর্তি নষ্ট হচ্ছে।

গত ২০ জুলাই বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ অনুমোদিত জাহাজের সংখ্যা ১৫টি কমানোর সিদ্ধান্ত নেয়। ২৭ জুলাইয়ের মধ্যে এসব জাহাজের তালিকা জমা দিতে বলা হলেও অ্যাসোসিয়েশন এখনো পর্যন্ত রাজি হয়নি। উল্টো চিঠি পাঠিয়ে বন্দর কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

বন্দর-সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহনের জন্য বর্তমানে অনুমোদিত জাহাজের সংখ্যা রয়েছে ১১৮টি।

২০২৫ সালের শুরুতে এই সংখ্যা ছিল ৯৬। ওই সময় বহির্নোঙরে জাহাজের অবস্থানকাল ছিল ১-২ দিন এবং অপেক্ষমাণ জাহাজের সংখ্যা ছিল ৭-৮টি। পরবর্তী সময় বিভিন্ন কারণে এডহক ভিত্তিতে কিছু জাহাজ চলাচলের অনুমোদন পাওয়ায় জাহাজের মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৮টি। এর ফলে জাহাজের জট বেড়ে গেছে। একদিকে বহির্নোঙরে জাহাজের অবস্থানকাল বাড়ছে, অন্যদিকে অপেক্ষমাণ জাহাজের সংখ্যাও বাড়ছে।

জাহাজ সীমিত করার কারণ হিসেবে বন্দরের পক্ষ থেকে আরো বলা হচ্ছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে ১৬টি জাহাজ একসঙ্গে বার্থিং করা যায়। ১০টি বার্থ কনটেইনার-জাহাজের জন্য বরাদ্দ থাকে। কিন্তু জাহাজের সংখ্যা বাড়ানোর কারণে এখন বার্থের চেয়ে বেশি জাহাজ আসছে। ফলে বন্দরের ওপর তৈরি হয়েছে এক ধরনের চাপ। বন্দর কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১৫টি জাহাজ কমালে প্রতি মাসে ৩০ হাজার টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার হ্যান্ডলিং কমে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে আমদানি-রপ্তানি বাণিজ্য। অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, একেকটি জাহাজ আন্তর্জাতিক নিয়মকানুন মেনে দীর্ঘমেয়াদি চুক্তিতে ভাড়া করতে হয়। চাইলেই এক দিনে সেই চুক্তি বাতিল করা যায় না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, এ-সংক্রান্ত কমিটি সহসাই তাদের কাজ শুরু করবে এবং সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হবে।

এফপি\টিকে 

Share this news on:

সর্বশেষ

img
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে: সাখাওয়াত Aug 04, 2025
৩৬ জুলাই আসছে ‘নির্বাচনের রোডম্যাপ’, মানিক মিয়া এভিনিউতে সকলের আমন্ত্রণ Aug 04, 2025
img
‘বাংলাদেশে ফেরত পাঠানো হবে’— ভয়ে কলকাতায় এক ব্যক্তির আত্নহনন Aug 04, 2025
জান্নাত নিশ্চিত আপানর Aug 04, 2025
img
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির Aug 04, 2025
img
জুলাই সনদে সংস্কার অন্তর্ভুক্তির আহ্বান জানালো পাঁচ কমিশন Aug 04, 2025
img
নিজেদের ছাত্রলীগ প্রমাণে শিক্ষার্থীদের ওপর নির্যাতনে অংশ নিতেন শিবির কর্মীরা : আবদুল কাদের Aug 04, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য আজ Aug 04, 2025
img
আইপিএলের পরবর্তী আসরে চেন্নাইয়ের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ধোনি Aug 04, 2025
img
অভিনেত্রী সাবা কামার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি Aug 04, 2025
img
বাগেরহাটে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ৫৫ Aug 04, 2025
img
‘আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারিনি’ Aug 04, 2025
img
রেকর্ড গড়লেন চেজ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম রিটায়ার্ড আউট Aug 04, 2025
img
অস্ট্রেলিয়ায় কোচিং করাতে যাচ্ছেন তালহা জুবায়ের Aug 04, 2025
img
কিংবদন্তি সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেলেন জো রুট Aug 04, 2025
img
শুধু ভুল নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা Aug 04, 2025
img
দেশের ৫ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা Aug 04, 2025
img
বিশ্বকাপে নারী দলের কোচিং দায়িত্বে থাকছেন আলমগীর কবির Aug 04, 2025
img
বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, আবারও ট্রাম্পের দাবি Aug 04, 2025
img
সমুদ্রপাড়ে ববির খোলামেলা ছবিতে নজর কাড়ল ভক্তদের Aug 04, 2025