ক্রিকেটে ‘মিস্টার ৩৬০’ নামে পরিচিত এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক তারকার সঙ্গে খেলেছেন, দেখেছেন অনেককে সামনে থেকেও। সেই অভিজ্ঞতা থেকেই এবার তিনি গড়লেন সেরা আইপিএল একাদশ। তবে এই দলে কিছু চমক তো আছেই-ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, রশিদ খান কিংবা কায়রন পোলার্ডের মতো বিখ্যাত নাম বাদ পড়েছে!
আইপিএলে ১৮৪ ম্যাচে ৫১৬২ রান করা ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব অনুষ্ঠানে এই একাদশ বেছে নেন। তিনটি শতরান ও ৪০টি অর্ধশতরান করা এই প্রোটিয়া কিংবদন্তির দলে সর্বাধিক প্রতিনিধিত্ব পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স-মোট ৫ জন ক্রিকেটার।
ভিলিয়ার্সের এই একাদশে দেখা যায়নি একাধিক সফল আইপিএল তারকাকে। ক্রিস গেইল আইপিএলে ৮৫ ম্যাচে ৩১৬৩ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভিলিয়ার্সের সতীর্থ ছিলেন বহু বছর। তিনিও নেই দলে। আবার রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক। তাকেও রাখা যায়নি একাদশে। আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভো যারা আইপিএলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। তাদেরও জায়গা মেলেনি।
ডি ভিলিয়ার্স স্পষ্ট করে জানাননি কেন এই তারকারা তার একাদশে জায়গা পাননি। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
দলে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সাম্প্রতিক ফর্মে থাকা খেলোয়াড়ও। রোহিত-ধোনির মতো অভিজ্ঞ নামের পাশাপাশি জায়গা পেয়েছেন সূর্যকুমার, যিনি সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে দারুণ ফর্মে। হার্দিক পান্ডিয়া ও বুমরাহ দলকে ভারসাম্য দিয়েছেন ব্যাট-বল দুই বিভাগেই। তার দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ডি ভিলিয়ার্সের আইপিএল একাদশ-
রোহিত শর্মা, ম্যাথু হেডেন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ড্যানিয়েল ভেট্টোরি, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
টিকে/