মহা প্রত্যাশিত মহেশ বাবু–এস এস রাজামৌলির অ্যাকশন-অ্যাডভেঞ্চার প্রজেক্ট ‘SSMB29’ আপাতত থেমে গেল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কেনিয়ার জাতীয় উদ্যানে শুটিং চলার কথা থাকলেও দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে এখন বিবেচনায় আছে তানজানিয়া।
এই বিরতির মাঝেই রাজামৌলি হাত দিচ্ছেন স্ক্রিপ্টের দ্বিতীয় অংশে। মূলত আবেগঘন এবং দুর্দান্ত অ্যাডভেঞ্চার দৃশ্যগুলোর ওপর বিশেষ জোর দিচ্ছেন নির্মাতা। জানা যাচ্ছে, দ্বিতীয় অংশে পৌরাণিক ও আধ্যাত্মিক স্তরের গল্পও জুড়ে দেওয়া হবে, যাতে এক নতুন মাত্রা পায় কাহিনি। সেই পুনর্লিখনের কাজের জন্য রাজামৌলির টিমে এবার যোগ দিচ্ছেন খ্যাতিমান চিত্রনাট্যকার ও পরিচালক দেবা কাট্টা।
এর মধ্যেই ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য, গান ও অ্যাকশন ব্লক শুট করা হয়ে গেছে। যেখানে মহেশ বাবুর সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনকে।
বিশ্বমানের ভিএফএক্স ও গল্প বলার ধারা নিয়ে তৈরি এই ছবি হতে চলেছে মহেশ বাবুর আন্তর্জাতিক ব্রেকথ্রু। আবার রাজামৌলির পরবর্তী বিশ্বব্যাপী সাফল্যের প্রোজেক্ট বলেও বিবেচিত হচ্ছে ‘SSMB29’।
এমকে/টিএ