হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরেই থেমে থাকেনি সঞ্জয় কাপুরের রহস্যময় প্রস্থান। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয়ের আকস্মিক মৃত্যু নিয়ে এবার তীব্র আলোড়ন তৈরি হয়েছে। কারণ তাঁর মা রানি কাপুর সাফ জানিয়ে দিলেন, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়—ছেলেকে খুন করা হয়েছে।
গত ১২ জুন ব্রিটেনে পোলো খেলার সময় মারা যান সঞ্জয়। তখন বলা হয়েছিল, খেলার মাঝে হঠাৎই একটি মৌমাছি গিলে ফেলেন তিনি এবং তাতেই ঘটে যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। তবে সঞ্জয়ের মা এই ব্যাখ্যা মানতে নারাজ।
সম্প্রতি ব্রিটিশ পুলিশকে লেখা এক চিঠিতে রানি কাপুর বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, তাঁর হাতে এমন কিছু তথ্যপ্রমাণ এসেছে যা প্রমাণ করে এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। শুধু ব্রিটেন বা ভারত নয়, এমনকি আমেরিকারও কয়েকজন এতে জড়িত থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এই চিঠি প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে মিডিয়া ও করিশ্মা ঘনিষ্ঠ মহল। কারণ অভিযোগের তীর ঘুরে গিয়েছে অভিনেত্রী করিশ্মার দিকেও।
২০০৩ সালে সঞ্জয় ও করিশ্মার বিয়ে হয়। বিয়েটি বলিউডের অন্যতম ধুমধামপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। ২০১৪ সালে আলাদা হয়ে যান দু’জন এবং ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয়। ডিভোর্সের সময় ৭০ কোটি টাকা খোরপোশ হিসেবে নিয়েছিলেন করিশ্মা কাপুর—এমনটাই গুঞ্জন।
কিন্তু এরপরও থেমে থাকেনি বিতর্ক। সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর বিপুল সম্পত্তি নিয়েও শুরু হয়েছে জল্পনা। জানা যায়, প্রায় ৩০ হাজার কোটি টাকার মালিকানা রয়েছে সঞ্জয়ের নামে। সেখানেই নাকি দাবি তুলেছেন করিশ্মাও।
রানি কাপুর অভিযোগ করেন, সঞ্জয়ের মৃত্যুর পর তাঁকে দিয়ে জোর করে কিছু নথিপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও এখন তিনি কোনও লেনদেন করতে পারছেন না বলে জানান।
এই প্রসঙ্গে কেউ এখনো প্রকাশ্যে মুখ না খুললেও, রানি কাপুরের চিঠি এবং সম্পত্তির জটিলতা বলিউডের প্রভাবশালী মহলেও আলোড়ন তুলেছে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি সঞ্জয় কাপুরের মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনও ষড়যন্ত্র?
এসএন