আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) এ ঘোষণা দেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তিতে রাজি হতে রাশিয়াকে ৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে রাশিয়া রাজি না হলেদেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তিনি।
এদিকে, ভারতকে রাশিয়ার তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহকারী স্টিফেন মিলার।
স্টিফেন মিলার বলেছেন, ‘সবাই জানলে হতবাক হবে যে রাশিয়ার তেল কেনায় ভারত প্রায় চীনের সমান। এটি একটি অবাক করার মতো তথ্য।’
স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়, মার্কিন হুমকি সত্ত্বেও দিল্লি মস্কোর কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে।
সূত্র: সিএনএন নিউজ।
এমকে/এসএন