শেখ হাসিনার ওপর অনেকগুলো পিএইচডি হওয়া উচিত : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নিউরোলজিক্যাল,সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এমন অনেকগুলো পিএইচডি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’-শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের বিতর্কিত তিন নির্বাচনের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, আগে নির্বাচন হতো, নির্বাচনে কারচুপি হতো। শেখ হাসিনা আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছেন। ২০১৪ সালে উনি নির্বাচন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছেন। ১৫৩টা আসতে নির্বাচনের আগে নির্বাচিত হয়ে গেছেন। সারা পৃথিবীর ইতিহাসে এ রকম ভূতুড়ে নির্বাচন হয়নি। মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে। তখনও তিনি প্রায় শ’খানেক লোক হত্যা করেছেন, ১৪ নির্বাচনের পর।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এ রকম নজীর নাই। দিনের বেলা হয়, কিন্তু আগের রাতে ভরে রাখার ঘটনা নাই। ২৪ তো পাতরামির নির্বাচন। পরপর তিনটা নির্বাচন করেছে এ রকম, এ রকম ইতিহাস উপমহাদেশে এ রকম কারও আছে? নর্থ কোরিয়ার দুই একটা দেশ পাবেন, কোনো সামরিক শাসিতের আছে? মানুষকে নিয়ে ঠাট্টা করা হয়েছে, বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনার মাত্রা সর্বোচ্চ অপরাধ। পরপর তিনবার তথা ১৫ বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেননি এবং কোনো রকমের অনুশোচনা নাই। এমন একটা অবস্থা, মিথ্যা যে এত কনফিডেন্টের সঙ্গে বলতে পারে, ওনাকে দেখে বিস্ময় আমার কখনো শেষ হয় না; কখনো শেষ হবে না।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা জাতির মধ্যে ফরেন সার্ভিস বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী প্রজন্ম তৈরি করতে পেরেছিল। ওনার ওপর একটা নিউরোলজিক্যাল,সাইকোলজিক্যাল, ফিজিক্যাল ডিটেইল ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। একটা মানুষ কীভাবে এটা করতে পারে। রাষ্ট্র কনসেপ্টই বুঝত না এই মহিলা।

২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটা মানুষ নেতা ছিলেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আন্দোলনে প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে। প্রত্যেকটা মানুষ নেতা ছিল। জুলাই অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতৌকটা মানুষ। প্রত্যেকে নিজে নিজে আন্দোলনে আসছে। সহ্য করতে পারে নাই মানুষ। এতদিনের রাগ সেটা প্রকাশ করতে দেয় নাই।
রাষ্ট্র সংস্কারের কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সুন্দর সংবিধান থাকার পরও জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ, তিউনিসিয়া উদাহরণ। যত ভালো আইন বানানো হোক না কেন আইন, সংবিধান সবইতো থাকবে। কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে। ভালো কথা তো কোরআন শরিফে আছে, এজন্য কি এ পৃথিবীর মানুষ কি মানুষ হয়েছে? আমরা কি আসলে মুসলমান হয়েছি। এটা তো ইন্টারনালাইজ করতে হবে, বুজতে হবে। আমাদের নিজেদের ভালো হইতে হবে, নিজেদের সংস্কার করতে হবে।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার আমলে যে ভাইব ছিল- একটা মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার-এগুলো কি দূর করেছি? এগুলো কি দূর করতে পেরেছি? এগুলো দূর করতে হলে আমাদের সংবিধান তৈরি করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা ট্যাগ দেওয়ার জন্য কি সংবিধান লাগবে? এসব করতে গেলে সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়।

তিনি বলেন, সবাই সংবিধান সংবিধান করেন। আমার কাছে মনে হয়, ভালো সংবিধান অবশ্যই প্রয়োজন, ভালো আইন প্রয়োজন। কিন্তু প্রকৃত শিক্ষার প্রয়োজন। নিজের অন্তদৃষ্টি প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন। এগুলা থাকলে আমরা আস্তে আস্তে সামনে আগাতে পারব।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার Aug 05, 2025
img
'জুলাই ঘোষণাপত্র' অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের Aug 05, 2025
img
আর কোন রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন, শাকিব-বুবলী প্রসঙ্গে চয়নিকা Aug 05, 2025
img
মধ্যরাতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে হান্নান মাসউদের ফেসবুক পোস্ট Aug 05, 2025
img
শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান Aug 05, 2025
img
গণআকাঙ্ক্ষার প্রতিফলন কোথাও দেখা যাচ্ছে না : সেলিমা রহমান Aug 05, 2025
img
অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত Aug 05, 2025
img
ইচ্ছা পূরণে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হলো সাবেক সেনাপ্রধান হারুনকে Aug 05, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল দেশের প্রতিটা মানুষ : আইন উপদেষ্টা Aug 05, 2025
img
জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনায় চীন, পাকিস্তান ও ফিলিস্তিন দূতাবাসের শুভেচ্ছা Aug 05, 2025
img
পরিচয় গোপন রেখে বন্ধুকে কিডনি দান Aug 05, 2025
img
ডাকসুর ভোটার তালিকায় তানজিম সাকিব Aug 05, 2025
img
সত্য প্রকাশে এক চুলও পিছপা হবো না : আব্দুল কাদের Aug 05, 2025
img
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তোলা হবে : পররাষ্ট্র উপদেষ্টা Aug 05, 2025
img
মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা Aug 05, 2025
img
এক বছরের মধ্যে তারা বিপ্লবীর পুরো চরিত্রটা নষ্ট করে দিয়েছে : রনি Aug 05, 2025
img
রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন : প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে স্বৈরাচারের ঠাঁই হবে না : প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
পুরনো বন্দোবস্ত জায়গা করে নেয়ার লক্ষণ দেখা যাচ্ছে : সাকি Aug 05, 2025
img
জুলাই-আগস্ট না হলে, আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিতো বিএনপি : মির্জা আব্বাস Aug 04, 2025