অবশেষে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুমকেতু’-র অফিসিয়াল ট্রেলার। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। প্রকাশের পর থেকেই ট্রেলার ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। দেশপ্রেম, নাটকীয়তা আর মনকাড়া দৃশ্যসংলাপ সব মিলিয়ে ছবিটি হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা।
ট্রেলারে দেখা যাচ্ছে, দেব একজন আদর্শবাদী মানুষ, যিনি দেশ ও সমাজের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। শুভশ্রী আছেন এক দৃঢ়চেতা নারীর ভূমিকায়, যিনি দেবের সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশ নেন। দেশপ্রেমের আবহে সাজানো সংলাপগুলো ইতিমধ্যেই দর্শকের হৃদয় ছুঁয়েছে।
‘ধুমকেতু’ শুধু একটি সিনেমা নয়, বরং এক আবেগের নাম
এমনটাই বলছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। তাঁর ভাষায়, “এই সিনেমা আমাদের সময়ের কথা বলে, আমাদের ভেতরের দেশপ্রেম জাগিয়ে তোলে।”
সিনেমাটি মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন, অর্থাৎ ১৪ আগস্ট ২০২৫। এই বিশেষ দিনে দেশপ্রেমের ছোঁয়া নিয়ে বড়পর্দায় উঠবে দেব-শুভশ্রীর এই নতুন যাত্রা।
দর্শকের প্রত্যাশা এখন একটাই ‘ধুমকেতু’ কি সত্যিই আলোড়ন তুলবে? ট্রেলার কিন্তু সে ইঙ্গিতই দিচ্ছে।
পিএ/টিএ