ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ আজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি।

পিটিআই নেতা আসাদ কায়সারের মতে, ৫ আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে 'চূড়ান্ত আহ্বান' হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে “অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র” বলা হচ্ছে। ২০২৩ সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাই পিটিআই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে আজকের দিনটি বেছে নিয়েছে।

আসাদ বলেন, দলের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে। আমরা সমাজের সব শ্রেণির মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা তাদের অধিকার নিয়েই আওয়াজ তুলছি।” তিনি অভিযোগ করেন, ইতিমধ্যে পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে দলের নেতা-কর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে এবং কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, জেলার সীমানার মধ্যে সব ধরণের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ, বিক্ষোভ এবং চারজনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েক দিনে প্রায় ২০০টি অভিযান চালানো হয়েছে এবং অনেক কর্মীকে তুলে নেয়া হয়েছে। পরে তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শায়ান বলেন, লাহোর এবং আদিয়ালা জেলের বাইরে বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পুরো পাঞ্জাবে বিশাল মিছিল ও র‍্যালির পরিকল্পনা নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ও সিনেটর আলি জাফর বলেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছেন, তবে রাজনীতিতে সিদ্ধান্ত বদলাতে সময় লাগে না। ইমরান খান অতীতে দুই শর্তে সরকারকে সঙ্গে নিয়ে সংলাপে বসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সরকার তা মানেনি।

তিনি বলেন, ইমরান খান আদালতের মাধ্যমেই মুক্তি পাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাকে জোর করে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে। সরকার এবং ক্ষমতাশীল মহল তার এবং তার স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করছে।

অন্যদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারী বলেছেন, জনগণ ৫ আগস্টের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পিটিআই আর রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আঘাত করতে চায়।”

তিনি অভিযোগ করেন, “যে ব্যক্তি একসময় 'হাকিকি আজাদি'র (বাস্তব স্বাধীনতা) স্লোগান তুলেছিল, তারই ১ কোটি ৮০ লাখ ডলারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে আমেরিকায়। একসময় যে ব্যক্তি আমেরিকার কাছে স্বাধীনতা চেয়েছিল, এখন তার ছেলেরাও সেই একই কথার পুনরাবৃত্তি করছে।”

মন্ত্রী আরও বলেন, পুরো দেশ যখন ৫ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে, ঠিক সেই সময় পিটিআইয়ের এই বিক্ষোভ কর্মসূচি অত্যন্ত দুঃখজনক এবং দুরভিসন্ধিমূলক।

সূত্র : ডন

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
দেব-শুভশ্রী জুটিকে সম্মান করি, ঈর্ষা করি না : রাজ চক্রবর্তী Aug 05, 2025
img
কক্সবাজারে এনসিপি নেতাদের সফর, হোটেলের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ Aug 05, 2025
img
সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি: আমীর খসরু মাহমুদ Aug 05, 2025
img
ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে ফিরতে পারেন বাবর আজম Aug 05, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া Aug 05, 2025
img
টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান Aug 05, 2025
img
আর্জেন্টাইন গায়িকার সঙ্গে লামিনে ইয়ামালের প্রেমের গুঞ্জন Aug 05, 2025
img
ভারতকে ট্রাম্পের কড়া বার্তা, পাশে দাঁড়াল রাশিয়া Aug 05, 2025
img
দ্যা রাজা সাহেবের নতুন পোস্টারে আলোচনায় প্রভাস–মালভিকা Aug 05, 2025
img
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শেহনাজ গিল Aug 05, 2025
img
বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ বললেন প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব Aug 05, 2025
img
একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ হলে জাতি তা প্রত্যাখ্যান করবে : গোলাম পরওয়ার Aug 05, 2025
img
জাতীয় সংগীতে শুরু ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান Aug 05, 2025
img
নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে: সালাহউদ্দিন টুকু Aug 05, 2025
img
ওয়ার ২- এ এনটিআরের নাচে মুগ্ধ হৃতিক রোশন Aug 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
মানিক মিয়া এভিনিউয়ে বৃষ্টিতে ভিজে কনসার্ট দেখছেন ছাত্র-জনতা Aug 05, 2025