জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বেনাপোল বন্দরে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকে পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে রয়েছে শিল্প-কারখানার কাঁচামাল ও পচনশীল খাদ্যপণ্য।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘স্বাভাবিক সময়ে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয়, যার মাধ্যমে সরকার প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আয় করে। কিন্তু সরকারি ছুটির কারণে আজ সেই আয় বন্ধ রয়েছে।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, ‘৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।’
কেএন/টিকে