সামাজিক মাধ্যমে কদিন ধরেই আলোচনায় অ্যাডলফ খান। তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে এবার আলোচনায় এলেন অভিনেতা হিসেবে। অভিনয় করলেন মুক্তিযোদ্ধা চরিত্রে।
রাহুগ্রাস নামের এই নাটকটি প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে, গতকাল। শুধু তাই নয়, এখন প্রচুর নাটকের প্রস্তাব পাচ্ছেন আলোচিত এই কোরিওগ্রাফার।
অ্যাডলফ খান জানালেন, মুক্তিযোদ্ধা চরিত্রে একটি নাটকে অভিনয় করেছেন। যেটি গতকাল ৫ আগস্ট প্রচারিত হয়েছে।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক নাটকট তে অভিনয় করেছিলাম বেশ কিছুদিন আগে। যেখানে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় ছিল আমার জন্য চ্যালেঞ্জিং!বন্দুক চালানো, নদী পাড়ি দেওয়া, মাটিতে শুয়ে হাতের কনুই দিয়ে ক্রলিং করা, আত্মঘাতী বোমা - সবকিছুই করতে হয়েছে। যা আমার সাথে একেবারেই বিপরীত এবং ভিন্নধর্মী।’
তবে সাম্প্রতিক সময় নিয়ে তাকে গুঞ্জন সৃষ্টি হয়েছে তাতে করে তাকে নিয়ে নাটক করার আগ্রহ পরিচালকদের মধ্যে বেড়ে গেছে।
প্রচুর নাটকের প্রস্তাব পাচ্ছেন জানিয়ে অ্যাডলফ খান বলেন, ‘আরেকটি সংবাদ , আপনাদের সৃষ্টি করা সেই সুদর্শন পুরুষ (যা আমি নই ), এই ঘটনার পরে, অভিনেতা না হয়েও প্রচুর নাটকের অফার পেয়েছে। অনেক পরিচালকের ফোন পেয়েছে। ভালো কিছুর অপেক্ষায়।’
অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার। ফলে দেশের শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।
তার সাজ পোশাক আর দশ জনের চেয়ে আলাদা। ফলে সহজে সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার।
এমকে/টিএ