বলিউডে আবারও ফিরছে হাসির হুল্লোড়। আয়ুষ্মান খুরানা এবার জুটি বাঁধছেন নির্মাতা মুদাসসার আজিজের সঙ্গে, এক নতুন কমেডি সিনেমা ‘পতি পত্নী ও উও দো’-তে। নামটা শুনে পুরনো ছবির গন্ধ পেলেও, এবার কিন্তু একেবারেই নতুন গল্প, নতুন মোড়কে ফিরছে হাস্যরসের এই তাজা রসায়ন।
এই ছবির সবচেয়ে বড় চমক—এক আয়ুষ্মানকে ঘিরে থাকছেন তিন তিনটি নায়িকা। চরিত্রে থাকছেন সারা আলি খান, ওয়ামিকা গব্বি এবং রাখুল প্রীত সিং। একসঙ্গে এত বড় কাস্টিং কু নিয়ে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে গুঞ্জন। তিন নায়িকার সঙ্গে এক নায়কের কমেডি মানেই তো ঘটনা গড়াবে অন্য মাত্রায়। ছবির প্রযোজনায় আছেন ভূষণ কুমার ও জুনো চোপড়া, তাই বাজেট আর গ্ল্যামার নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই।
২০১৯ সালের হিট ছবি ‘পতি পত্নী ও উও’ ছিল বলিউডে এক বিশাল সাফল্যের নাম। তবে এবার নির্মাতারা স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনও সিকুয়েল নয়, বরং পুরনো নামকে আধুনিক মোড়কে নতুন এক গল্পে উপস্থাপন করা হবে। চরিত্র ও গল্প একেবারেই আলাদা। তবে হাসির ঘরানাটা থাকবে পুরনো রঙেই।
চিত্রগ্রহণ শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। শুরু হবে আর একটানা শেষ করা হবে—এমনটাই পরিকল্পনা। মুক্তির জন্য টার্গেট করা হয়েছে ২০২৬ সাল। বলিউডের কমেডি প্রেমী দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক বড়সড় উপহার।
তিন নায়িকা, এক নায়ক আর ভুল বোঝাবুঝিতে ভরা গল্প—সব মিলিয়ে ‘পতি পত্নী ও উও দো’ হতে যাচ্ছে এক জমজমাট, হাস্যকর অথচ হৃদয়ছোঁয়া পারিবারিক বিনোদন। আর আয়ুষ্মানের মতো অভিনেতা যেখানে আছেন, সেখানে সংলাপ, এক্সপ্রেশন আর অভিনয়ের ধাক্কা তো থাকবেই।
এখন শুধু অপেক্ষা—শুটিং শুরুর ঘণ্টা কবে বাজে আর সেই সঙ্গে বলিউডে নতুন হাসির ধামাকা কবে ছড়িয়ে পড়ে বড় পর্দায়।
এসএন