রাজশাহীর বাঘায় পলাতক ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল বুধবার (৬ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার আসামিরা হলেন হামিদুল ইসলাম (২৪), রাকিবুল ইসলাম (২৪), আতিকুর রহমান (৩০), বিদ্যুৎ হোসাইন ওরফে নাজিম (২৮), আমিনুল ইসলাম বাবু (২৬), শামিম রানা সান্টু (৩৫), রুপা খাতুন (২২), মামুন হোসেন (৩০), রায়হান (৩৫), লিটন (৫০), রবিউল ইসলাম (৩৩), এজাজুল ইসলাম (২২) এবং পেশাদার চোর সুজন আলী (৩২)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পূর্বে জারি করা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান।
এমকে/টিএ