পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের পৃষ্ঠের ‘সেরা অংশ’ দখল করতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র। ‘সেরা অংশ’ বলতে চন্দ্রপৃষ্ঠের যে অংশে বরফের মজুত আছে, সূর্যের আলো পড়ে-সেসব অঞ্চলকে বোঝানো হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী সিন ডাফি এ তথ্য জানিয়েছেন। বুধবার মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সিন ডাফি বলেন, “চাঁদের কিছু অঞ্চল রয়েছে- যেগুলোতে বরফের মজুত আছে, নিয়মিত সূর্যের আলো পড়ে। ওগুলোই চাঁদের সেরা অংশ এবং এসব অঞ্চলে দখল পেতে আমরা বর্তমানে চীনের সঙ্গে প্রতিযোগিতায় আছি।
কারণ সেসব অঞ্চল চীনেরও নজরে পড়েছে।”
“চাঁদে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা আমাদের আছে। আমাদের জ্বালানি প্রয়োজন।”
ডাফি আরও জানান, চাঁদে যে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, সেখানে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে। আগামী ৫ বছরের মধ্যে এই ঘাঁটি স্থাপন ও চুল্লি নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলেন তিনি।
‘চাঁদের সেরা অংশ’ বলতে যেসব অঞ্চলকে নির্দেশ করেছেন সিন ডাফি, সেগুলো মূলত উপগ্রহের দক্ষিণ মেরু এবং তার সংলগ্ন অঞলগুলো। এসব অঞ্চলে পর্যাপ্ত বরফের মজুত আছে, সূর্যের আলেও নিয়মিত পড়ে।
“গোটা বিশ্ব জানে যে চাঁদে প্রথম পা রেখেছি আমরা। আমরা আবার সেখানে যাব। চাঁদের সেরা অংশ আমাদের হবে”, সংবাদ সম্মেলনে বলেন ডাফি।
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
টিকে/