এনসিএলে ম্যাচ পাচ্ছে না ঢাকা-চট্টগ্রাম, সিলেটের সঙ্গে যুক্ত হচ্ছে আরও ২ ভেন্যু

এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় আসর হবে ৩ ভেন্যুতে। বাংলাদেশের যেকোনো টুর্নামেন্টে ভেন্যু হিসেবে সাধারণত মিরপুর শের-ই বাংলা এবং চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম বেশি প্রাধান্য পেয়ে থাকে। তবে এবারের এনসিএলটা ভিন্নভাবে সাজাতে চাইছে বিসিবি। ঢাকা এবং চট্টগ্রামে রাখা হয়নি কোনো ম্যাচ। সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে রাজশাহী এবং বগুড়া।

লম্বা সময় পর গত বছর মাঠে ফিরেছিল এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাট৷ অনেকটা পরীক্ষামূলকভাবেই টুর্নামেন্টটা চালু করে আশার আলো দেখতে পায় বিসিবি। তাই এবার আরও বড় পরিসরে এবং জাঁকজমকভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বিসিবি। দল সংখ্যা না বাড়লেও এবারের আসর নিয়ে বিসিবির প্রস্তুতিতে ভিন্নতা দেখা গেছে।


এনসিএলের গত আসরে সবগুলো খেলা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে এবার ভেন্যু নিয়ে বেশ দুরদর্শী পরিকল্পনায় এগিয়েছে বিসিবি। প্রথমত, একটি ভেন্যুর বদলে ভেন্যু করা হয়েছে ৩টি। দ্বিতীয়ত, বেছে নেয়া সবগুলো ভেন্যুই হয় ব্যাটিং সহায়ক, নয়তো স্পোর্টিং ধরনের। অর্থাৎ স্লো এবং লো পিচের চক্র থেকে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করছে বিসিবি। 

এবার সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। গত কয়েক বছর ধরেই সিলেটের উইকেট স্পোর্টিং ধরনের এবং ব্যাটিং সহায়ক। রাজশাহীতে সর্বশেষ হাই পারফরম্যান্স দলের সিরিজে দুর্দান্ত ব্যাটিং সহায়ক উইকেট দেখা গেছে। আর ২০০৬ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা বগুড়ার উইকেটও স্পোর্টিং ধরনেরই। তাই এই ৩ ভেন্যুতে খেলা আয়োজন করে ভবিষ্যতের জন্য ভালো টি-টোয়েন্টি পাইপলাইন তৈরি করার কথা ভাবছে বিসিবি।

বগুড়া এবং রাজশাহীর ভেন্যুতে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। টুর্নামেন্টের শেষদিকের ম্যাচগুলো হবে সিলেটে। বৃহস্পতিবার (৭ আগস্ট) কমিটির মিটিং শেষে এসব কথা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এবারের এনসিএলে থাকছে আরও নতুনত্ব। প্রথমবারের মতো ঘরোয়া এই টুর্নামেন্টে ডে-নাইট ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে। তবে সব ম্যাচ ডে-নাইট হচ্ছে না। সিলেটে অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোয়। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এনসিএলের আসন্ন আসর। ৪ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এআই ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা চূড়ান্ত করলো ইসি Aug 07, 2025
হামাসবিরোধী অভিযান নিয়ে নেতানিয়াহু ও ইসরাইলি সেনাপ্রধানের দ্বন্দ্ব Aug 07, 2025
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি: কারাগারে কলিমুল্লাহ Aug 07, 2025
মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, স্কুলসহ স্থানীয় এলাকায় জরুরি লকডাউন জারি Aug 07, 2025
ডিপফেকর শিকার হচ্ছেন দেশি শিল্পীরাও Aug 07, 2025
“আমাকে ডিভোর্স না দিয়েই সম্পর্ক চালাচ্ছে” — রিয়ামনিকে নিয়ে হিরো আলমের কান্না Aug 07, 2025
img
সংস্কারকাজ অনিশ্চিত রেখে সরকার নির্বাচন আয়োজনে মরিয়া হয়ে উঠেছে : ইসলামী আন্দোলন Aug 07, 2025
img
পররাষ্ট্রসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Aug 07, 2025
আমরা ফাইনাল খেললে চ্যাম্পিয়ন হতে পারব; আকরাম খান Aug 07, 2025
রিয়ালের চার কিংবদন্তি এখন মেক্সিকান ক্লাবে? Aug 07, 2025
img
চট্টগ্রামে হতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর Aug 07, 2025
img
সাবেক ১০ নির্বাচন কমিশনারসহ দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা Aug 07, 2025
img
যাত্রী অসুস্থ হওয়ায় বিমানের লন্ডনগামী ফ্লাইট ইস্তাম্বুলে জরুরি অবতরণ Aug 07, 2025
img
পিটার হাসকে ঘিরে ছড়িয়ে পড়া ‘ভুয়া তথ্য’ শনাক্ত Aug 07, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের Aug 07, 2025
img
পোস্টাল ব্যালোটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা : ইসি সানাউল্লাহ Aug 07, 2025
img
ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ Aug 07, 2025
img
শেষ হচ্ছে তামিমের মাঠে ফেরার প্রতীক্ষা Aug 07, 2025
img
জামালপুরে জাল টাকাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার Aug 07, 2025
img
বার্সেলোনার নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো জার্মান গোলরক্ষক স্টেগানকে Aug 07, 2025