সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৬ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে তাদেরকে বিএসএফ আটক করে।
আটকদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। তারা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।
বাংলাদেশি এসব নাগরিক জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে গৃহকর্মী, কৃষিকাজ ও অন্যান্য শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দেশে ফেরার পথে পাসপোর্ট না থাকায় তারা বিএসএফের হাতে আটক হন।
বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবির পক্ষ থেকে ওই রাতেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরবর্তীতে ১৬ বাংলাদেশিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। জিডিতে বাদী ছিলেন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমসহ বিজিবির অন্যান্য সদস্যরা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দুজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৪ জনকে যাচাইবাছাই শেষে পর্যায়ক্রমে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।
এমকে/টিকে