যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্টার্টআপের সঙ্গে যৌথভাবে ২০২৭ সাল থেকেই জাপানে বৈদ্যুতিক ‘এয়ার ট্যাক্সি’ চালু করার আশা করছে এএনএ এয়ারলাইনস। তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এএনএ ও ক্যালিফোর্নিয়াভিত্তিক জবি এভিয়েশন বলেছে, জাপানে ১০০টিরও বেশি পাঁচ আসনের এ উড়ন্ত যান মোতায়েন নিশ্চিত করার লক্ষ্যে তারা যৌথভাবে কাজ করবে।
এক বিবৃতিতে মঙ্গলবার এএনএর প্রেসিডেন্ট ও সিইও কোজি শিবাতা বলেছেন, ‘এয়ার ট্যাক্সি আমাদের আকাশযাত্রার বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে।
এএফপিকে বৃহস্পতিবার একজন মুখপাত্র জানিয়েছেন, পাইলটসহ চার যাত্রী পরিবহনে সক্ষম এ যানগুলো প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলতে পারবে ও ২০২৭ সাল থেকেই সেবায় নামতে পারে। এ প্রকল্প মূলত নারিতা ও হানেদা বিমানবন্দর থেকে টোকিও পর্যন্ত যাত্রী পরিবহনকে লক্ষ্য করে তৈরি হলেও ভবিষ্যতে রুটের বিস্তার ঘটতে পারে।
এএনএ জানিয়েছে, বর্তমানে টোকিওর কেন্দ্র থেকে নারিতায় যেতে গাড়ি বা ট্রেনে এক ঘণ্টা বা তারও বেশি সময় লাগে, কিন্তু জবির পাঁচ আসনের এয়ার ট্যাক্সি এ সময় কমিয়ে আনতে পারবে মাত্র ১৫ মিনিটে।
মূল্যসংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা না হলেও একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছ, এএনএ চায় এ সেবা সাধারণ জনগণের জন্য যতটা সম্ভব সাশ্রয়ী করতে।
এএনএ ও জবি অক্টোবর মাসে ওসাকা এক্সপোতে এ যানগুলোর জনসমক্ষে উড্ডয়নের প্রদর্শনী করবে।
জবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও সিইও জোবেন বেভার্ট বলেছেন, ‘জাপান এমন একটি দেশ, যেখানে প্রাচীন প্রজ্ঞা, কিংবদন্তিতুল্য কারুশিল্প ও উচ্চাকাঙ্ক্ষা একত্রিত হয়। আর এ কারণেই আকাশ পরিবহনের ভবিষ্যৎ পুনর্নির্ধারণের জন্য জাপান একটি অসাধারণ সূচনাস্থলে পরিণত হয়েছে।’
জবি আরো জানায়, তাদের উড়ন্ত যানগুলো ‘খুব সামান্য শব্দ সৃষ্টি করে ও চালানোর সময় কোনো নির্গমন না করে’ হেলিকপ্টারের মতো উড্ডয়ন করে, তারপর প্লেনের মতো সামনের দিকে এগিয়ে চলে।
গত ডিসেম্বরে উড়ন্ত ট্যাক্সির স্টার্টআপ ভোলোকপ্টার জানিয়েছিল তারা দেউলিয়া হওয়ার আবেদন করেছে। কিছুদিন আগেই আরেকটি জার্মান কম্পানি লিলিয়াম দেউলিয়া হওয়া থেকে রক্ষা পায়।
ভোলোকপ্টার দুই আসনের ভোলোসিটি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি মডেল দিয়ে ২০২৫ সালে বাজারে প্রবেশের পরিকল্পনা করেছিল।প্যারিসে গ্রীষ্মের অলিম্পিকের সময় ইঞ্জিনের সার্টিফিকেশন না আসায়, তারা শেষ মুহূর্তে পরীক্ষামূলক উড্ডয়ন বাতিল করতে বাধ্য হয়।
সূত্র : এএফপি
এমকে/টিএ