নিরাপত্তাজনিত কারণে হকি এশিয়া কাপে খেলবে না পাকিস্তান। আজ হকি ইন্ডিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
সংবাদমাধ্যমটিকে সেই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে লিখিতভাবে জানিয়েছে, নিরাপত্তার কারণেই তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এরপর আমরা বিকল্প হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।
তবে এমন খবর অস্বীকার করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি। তিনি জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে ভারতে দল পাঠানো হবে কি না, সে বিষয়ে কোনো আলোচনাই হয়নি। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।
আগামী ২৯ আগস্ট ভারতের ঝাড়খণ্ডে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে বলে জানান তারিক।
আজ সংবাদমাধ্যমকে পিএইএফের সভাপতি বলেছেন, ‘এশিয়া কাপে অংশ নেওয়া না নেওয়া নিয়ে কোনো আলোচনাই হয়নি এখনো। এটা পিএইচএফের নয়, সরকারের সিদ্ধান্ত। সরকার যে সিদ্ধান্তই নেবে তা আমরা মেনে নেব। তাই সরকারের ঘোষণার অপেক্ষায় আছি।
ভারতের হকি ফেডারেশনের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানিয়েছেন তারিক। তিনি বলেছেন, ‘ভারতের হকি ফেডারেশনের সঙ্গে অতীতে কিংবা এখন পর্যন্ত কোনো কথা হয়নি।
তাহলে আমরা কিভাবে বলতে পারি পাকিস্তান খেলতে রাজি নয়? আমাদের আলোচনা এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে, ভারতের সঙ্গে নয়।’
ভারতে যেতে রাজি না হওয়ায় পাকিস্তানের বদলে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান তারিক।
পিএইচএফের সভাপতি বলেছেন, ‘হকি ইন্ডিয়া যা খুশি বলতে পারে, আবার যাকে খুশি আমন্ত্রণ জানাতেই পারে। তবে আমাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়ে অবগত নই আমরা।’
এমকে/টিকে