সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে বেশ সুনাম ছিল টনি হেমিংয়ের। তবে গত বছর হুট করেই বাংলাদেশ ছাড়েন অজি এই কিউরেটর। সে বছরই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কিউরেটর হন তিনি। তবে এক বছরের ব্যবধানে আবারও নতুন দায়িত্বে ফিরছেন টনি।
বিসিবিতে এবার 'টার্ফ ম্যানেজমেন্ট' নামে একটি প্রোগ্রামে নেতৃত্ব দেবেন টনি হেমিং। এই প্রোগ্রামে কাজের মধ্যে থাকবে সবগুলো আন্তর্জাতিক ভেন্যুর পিচ ম্যানেজমেন্ট এবং নতুন করে বিসিবিতে যোগ দেয়া কিউরেটরদের শেখানো। মূলত সবগুলো আন্তর্জাতিক ভেন্যুর পিচ এবং স্থানীয় কিউরেটরদের উন্নয়নে কাজ করবেন হেমিং।
হেমিংয়ের সঙ্গে এখনও বিসিবির আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে প্রাথমিকভাবে দুই পক্ষই চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। খুব দ্রুতই দেশে এসে চুক্তির বাকি কাজ সারবেন অজি কিউরেটর।
আজ (৭ আগস্ট) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
কিউরেট হিসেবে বেশ অভিজ্ঞ হেমিং। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক ছিলেন তিনি। আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর ছিলেন। ওমান ক্রিকেট একাডেমির পিচ বিষয়ক পরামর্শকও ছিলেন তিনি।
পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন হেমিং। এছাড়াও বাংলাদেশের সিলেট এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বে ছিলেন হেমিং।
এমআর