ভাঙা রেললাইন মেরামতের করে ৩ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল চালু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদরাসা মোড় এলাকায় রেলের পাত ভেঙে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৯টার দিকে নন্দনগাছী অতিক্রম করে।
বাংলাবান্ধা ট্রেন চলে যাওয়ার পর রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন ও রেল বিভাগকে অবহিত করেন। পরে রেলের কর্মীরা ভাঙা লাইন মেরামত শুরু করেন। ৩ ঘণ্টা পর মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে রেললাইন ভাঙা থাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল। বিলম্ব হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
সরদহের স্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, রেললাইন ভাঙার কারণে সরদহ স্টেশনে সাগরদাঁড়ি ট্রেন দাঁড়িয়ে ছিল। রাজশাহী যাওয়ার জন্য অপেক্ষা করছিল। সাড়ে ১২টার দিকে রেললাইন ঠিক হলে ট্রেন ছেড়ে যায়।
এমআর