ঢাকায় আসছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার

আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। তিনি সপরিবারে ঢাকায় আসছেন বলে গণমাধ্যমকে  নিশ্চিত করেছে ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র।

বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন এই কূটনীতিক। তিনি এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন। হাইকমিশনার ইমরান হায়দার এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে যোগ দেন। গত মে মাসে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন। তার এই চলে যাওয়া নিয়ে গুঞ্জন রয়েছে।

যে নারী বান্ধবীসহ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজ দেশে ফিরতে হয়েছে তাকে। গোয়েন্দা সূত্র মতে, সে সময় সৈয়দ আহমেদ মারুফ তিন দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন সরকারি প্রটোকল ছাড়া। সেসময়ে ভাইরাল হওয়া বিমানবন্দরের একটি ছবিতে দেখা যায়, সৈয়দ মারুফের সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ ও এক নারী। সূত্র মতে, হাইকমিশনার কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হোটেল সি-পার্লে ওঠেন। সেখানে সেই নারীসহ সঙ্গে ছিলেন বন্ধু আজহার মাহমুদ। গত ৯ মে নিজ গাড়ি করে বন্ধু ও সেই নারীসহ ঘুরে বেড়ান সৈয়দ আহম্মেদ মারুফ।

কক্সবাজারে অবস্থান করা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়েন তারা। তখন তাদের পক্ষ থেকে বলা হয়, তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছেন। সেসময় কক্সবাজারে একসঙ্গে ঘোরাঘুরির বিষয়ে জানতে সেই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে দাবি করেছিলেন, ‘কক্সবাজার গিয়ে তার সঙ্গে আমার দেখা হয়েছে হোটেল লবিতে। পূর্বপরিচিত হিসেবে একসঙ্গে কফি খেয়েছি। তা ছাড়া আমি আমার মতো করেই শনিবার বিকেলের ফ্লাইটে ঢাকায় চলে আসি। পাকিস্তানের হাইকমিশনার কবে গেছেন বা কবে ফিরেছেন, তাও আমি জানি না।’

তিনি বলেন, ‘পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই; বরং রয়েছে সুসম্পর্ক।’

গোয়েন্দা সূত্র মতে, পাকিস্তানের হাইকমিশনারের কক্সবাজার ভ্রমণের সময়ই তার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের তলবের ভিত্তিতে জরুরিভাবে ঢাকায় ফেরেন সৈয়দ আহম্মেদ মারুফ। হাইকমিশনারের ভ্রমণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। বিষয়টি পাকিস্তান সরকার অবধি পৌঁছায়। পরে তাকে জরুরিভাবে ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয়।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
মব সৃষ্টি করে জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান বাধাগ্রস্ত করায় ইউনিভার্সিটি টিচার্স লিংকের নিন্দা Aug 08, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন-ভারত শুল্কযুদ্ধে বায়ারদের নজর বাংলাদেশে Aug 08, 2025
img
‘জীবাশ্মের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিতে হবে’ Aug 08, 2025
img
ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ২,৮৫৬ কোটি টাকা Aug 08, 2025
img
ইতিহাসে আজকের দিনে কী ঘটেছিল? Aug 08, 2025
img
দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ Aug 08, 2025
img
যুক্তরাজ্যে অপরাধ তদন্তে সাময়িক বরখাস্ত ক্রিকেটার হায়দার আলী Aug 08, 2025
img
জ্বর-সর্দি হলে যেসব খাবার অবশ্যই খাওয়া উচিত Aug 08, 2025
img
সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের Aug 08, 2025
img
মার্কিন ভিসার আবেদনেই দিতে হবে ১৫,০০০ ডলার, প্রযোজ্য যেসব দেশে Aug 08, 2025
img
বুমরাহকে ঘিরে সমালোচনা, পাশে দাঁড়ালেন হার্শা ভোগলে Aug 08, 2025
img
'ধূমকেতু' নয়, বাংলা ছবির ভবিষ্যৎ রক্ষায় একজোট সৃজিত-কৌশিক-দেব! Aug 08, 2025
img
‘মির্জা ২’-তে যিশু সেনগুপ্ত আসছেন খলনায়ক রূপে! Aug 08, 2025
img
‘ধূমকেতু’ ও ‘ওয়ার ২’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে তুমুল উত্তেজনা! Aug 08, 2025
img
তামিল সুপারস্টার অজিত কুমারের বিপরীতে শ্রীলীলা, বলিউডের পর নতুন চমক! Aug 08, 2025
img
ফের কোর্টরুমে মুখোমুখি ২ জলি, আসছে ‘জলি এলএলবি ৩’-এর টিজার! Aug 08, 2025
img
নাচের মঞ্চে রাজা জুনিয়র এনটিআর, ‘ওয়ার ২’ সিনেমাতে হৃতিককে টক্কর! Aug 08, 2025
img
‘জনাবে আলি’ গানের টিজার প্রকাশ, হৃতিক ও এনটিআর ঝড় তুলল নেটদুনিয়ায়! Aug 08, 2025
img
ভেজা চুলে প্রজ্ঞার হট লুক, মুগ্ধ নেটিজেনরা Aug 08, 2025
img
রণবীরের জন্মদিনে আসছে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার টিজার! Aug 08, 2025