‘বিএনপির কোন নেতাকর্মী যদি কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যায়, জুলুম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ও একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে করা এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত ১৫ বছর দেশে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছিল।
তাই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা আমাদের দলের নেতা-কর্মীদের সঙ্গে অনেক অন্যায় অত্যাচার করেছে। আপনারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেই সব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, থানা বিএনপি নেতা এম কেরামত আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামলসহ প্রমুখ।
এমআর