দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে যদি নৃত্য নিয়ে কথা ওঠে, তাহলে যে নামটি নিঃসন্দেহে সবার আগে উঠে আসে, তিনি হলেন জুনিয়র এনটিআর। যেভাবে তিনি মঞ্চ দখল করেন, প্রতিটি পদক্ষেপে যেভাবে গতি ও গাম্ভীর্য মিলিয়ে দেন, তাতে আজ দক্ষিণ নয়, পুরো ভারতীয় সিনেমায় তিনি নাচের অনন্য প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত।
উঁচু তালুতে উঠানো গণসংগীত হোক বা সূক্ষ্ম ধ্রুপদী ভঙ্গিমার কোরিওগ্রাফি, তরাক মানেই নিখুঁত সময়জ্ঞান আর চোখ ধাঁধানো এনার্জির বিস্ফোরণ। ‘টেম্পার’, ‘জনতা গ্যারেজ’ কিংবা সর্বশেষ ‘আরআরআর’, প্রতিটি ছবিতেই তিনি নাচের ধরনকে এগিয়ে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
এখন তিনি প্রস্তুত বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে পর্দায় মুখোমুখি নৃত্যযুদ্ধে অংশ নিতে, যেটি দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘ওয়ার ২’-তে। ইতিমধ্যেই ‘জনাবে আলি’ গানের ছোট্ট ঝলকেই স্পষ্ট, তরাক কেন একজন ড্যান্সার নন, বরং একটি শক্তি।
দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কোনও দ্বিধা নেই, নাচের সিংহাসন তার। এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রে এমন শক্তি, কৌশল এবং অভিব্যক্তির সমন্বয়ে নাচে এতটা প্রভাব ফেলতে সক্ষম আর কেউ নেই বলেই মন্তব্য করেছেন অনেকে।
তিনি শুধু পারফর্ম করেন না, তিনি মঞ্চকে নিজের করে নেন। তার চোখে, মুখে, শরীরী ভাষায় ফুটে ওঠে চরিত্রের গভীরতা, আর নাচ হয়ে ওঠে এক বিশুদ্ধ আবেগের প্রকাশ।
এমআর