গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগে প্রেস উইংয়ের বার্তা

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রকাশিত উদ্বেগের প্রেক্ষিতে জবাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।


শুক্রবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জবাব দেয়া হয়। বিজ্ঞপ্তিটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করেছেন।


প্রেস উইং তাদের বিবৃতিতে নোয়াবের উদ্বেগকে ‘জোর দিয়ে ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করেছে। তারা জানিয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কোনো গণমাধ্যমের সম্পাদকীয়, প্রশাসনিক বা ব্যবসায়িক কার্যক্রমে হস্তক্ষেপ করেনি। বরং অনেক ক্ষেত্রেই সরকার সংযম প্রদর্শন করেছে, এমনকি সরকারবিরোধী প্রচার ও উসকানিমূলক বক্তব্যের পরও কোনো চ্যানেলের সম্প্রচার বাতিল করা হয়নি। তারা দাবি করে, পূর্বের সরকারের দ্বারা বন্ধ হয়ে যাওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালুর সুযোগও দেয়া হয়েছে।


সাংবাদিকদের প্রবেশাধিকার ও অ্যাক্রেডিটেশন


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের জন্য প্রধান উপদেষ্টা ও তার বিশেষ সহকারীদের কাছে অবাধ ও সরাসরি প্রবেশাধিকার ছিল। কোনো সাংবাদিককে তার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানভিত্তিক মতাদর্শের কারণে ব্রিফিং বা সাক্ষাৎকার থেকে বাদ দেয়া হয়নি।


নোয়াবের সমালোচনার জবাবে প্রেস উইং জানায়, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার সংস্কার করা হয়েছে দুর্নীতিগ্রস্ত পুরোনো ব্যবস্থার পরিবর্তে। আগে অনেক অযোগ্য ব্যক্তি অ্যাক্সেস পাস পেতেন, যারা সাংবাদিক না হয়েও রাজনৈতিক বা কর্পোরেট প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। বর্তমানে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য সাংবাদিকরাই অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশাধিকার পাচ্ছেন।


চাকরিচ্যুতি ও নিরাপত্তা


সরকারের দাবি, সম্প্রতি কিছু সাংবাদিক চাকরি হারালেও তা সরকারি হস্তক্ষেপের ফলে নয়, বরং গণমাধ্যম মালিকদের সম্পাদনা সংক্রান্ত ও কর্পোরেট কৌশলের অংশ হিসেবেই হয়েছে। প্রেস উইং একে সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে।


সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে সরকার জানায়, এ দায়িত্ব কেবল সরকারের নয় বরং এটি গণমাধ্যম প্রতিষ্ঠান, সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার যৌথ দায়িত্ব। চলতি বছরের শুরুতে প্রস্তাবিত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ বাস্তবায়নের চিন্তাভাবনাও চলছে, যা সেলফ সেন্সরশিপ কমাতে সহায়তা করতে পারে।


আত্মসমালোচনার আহ্বান


প্রেস উইং মনে করে, নোয়াবের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকেও নজর দেয়া- বিশেষ করে মজুরি শোষণ, শ্রম অধিকার অস্বীকার ও অনিরাপদ কর্মপরিবেশের মতো গুরুতর ইস্যুগুলোতে। তারা উল্লেখ করে, ঘটনাবলির ত্রুটিপূর্ণ ব্যাখ্যার ওপর ভিত্তি করে অভিযোগ তোলা গণমাধ্যমের স্বাধীনতাকে উপকার করে না, বরং প্রকৃত সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নেয়।


টিকে/

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হতে ৫০ হাজার প্রবাসীর আবেদন Aug 09, 2025
img
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ Aug 09, 2025
img
ঢাবির এ এফ রহমান হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে নতুন প্রজ্ঞাপন জারি Aug 09, 2025
কলকাতায় ‘পার্টি অফিস’ আওয়ামী লীগের; বের হলো খবর | টাইমস ফ্লাশ | ০৮ আগস্ট, ২০২৫ Aug 09, 2025
img
বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু Aug 09, 2025
img
কমিটি দেওয়ার ১৪ ঘণ্টার মধ্যে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি Aug 09, 2025
img
তুমুল বৃষ্টিতে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন স্নিগ্ধা চৌধুরী Aug 09, 2025
img
গাজা দখল পরিকল্পনা অবিলম্বে বন্ধ করুন: জাতিসংঘের মানবাধিকার প্রধান Aug 09, 2025
img
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে : উপাচার্য Aug 09, 2025
img
সাবেক ছাত্রলীগ নেত্রী পেলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব! Aug 09, 2025
img
ঢাবির সব হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা Aug 09, 2025
img
নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া : ফরিদা আখতার Aug 09, 2025
img
আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না: দুদু Aug 09, 2025
img
জাতীয় পার্টির ‘বিরোধী সম্মেলনকে’ বেআইনি ঘোষণা, জি এম কাদেরপন্থীদের বিরত থাকার আহ্বান Aug 09, 2025
img
তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়ে, চার জেলায় বন্যার আশঙ্কা Aug 09, 2025
img
ঢাবিতে ছাত্রদলের হল কমিটিতে পদ পাওয়া ৬ জনকে বহিষ্কার Aug 09, 2025
img
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ Aug 09, 2025
img
তিনজনের দেড়শ ছোঁয়া ইনিংসে ৬০০ ছাড়িয়েছে নিউজিল্যান্ড Aug 09, 2025
img
মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস Aug 09, 2025
img
কোরিয়ার সঙ্গে একই গ্রুপে থেকেও শীর্ষে বাংলাদেশ Aug 09, 2025