ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘন করায় বার্সেলোনার লামিন ইয়ামাল ও রবার্ট লেওয়ান্ডোভস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা। বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ইউরো প্রায় ৭ লাখ টাকার মতো। খবর মার্কার।
মার্কা জানিয়েছে, ইয়ামাল ও লেওয়ান্ডোভস্কি উয়েফার ডোপিং বিরোধী নিয়মের ২১.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ডোপিং টেস্টের জন্য নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকাকে নির্দেশ করে। ইয়ামাল ও লেওয়ান্ডোভস্কি দুজনের কেউই তা মানেনি।
ঘটনা গত মে মাসের। স্যান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল বার্সা। ফাইনালের উঠার দৌড়ে তারা ছিল অন্যতম ফেবারিট, এমনকি শিরোপার জেতার দৌড়েও তাদের অনেকে এগিয়ে রাখছিলেন। কিন্তু ঘরের মাঠে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করা দলটি দ্বিতীয় লেগে হেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে।
দ্বিতীয় লেগের ম্যাচটিতে বার্সেলোনা ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। ফ্রান্সেস্কো আকার্বি এক শটে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। যোগ করা সময়ের ৩ মিনিটে গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন তিনি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে গোল করে ফাইনাল নিশ্চিত করে ইন্টার।
ধারণা করা হচ্ছে, ওই ম্যাচে হারের শোক থেকেই হয়তো ইয়ামাল ও লেওয়ান্ডোভস্কি ডোপিং বিরোধী নিয়ম মানার কথা মনে ছিল না। যা এখন জরিমানা ডেকে আনল তাদের জন্য।
এমকে/টিকে