আবাহনীতে যোগ দিচ্ছেন মোহামেডানের সোলেমান দিয়াবাতে। এএফসি চ্যালেঞ্জ কাপ সামনে রেখে ৯ আগস্ট বাংলাদেশে এসে, পরদিন দলের সঙ্গে অনুশীলন করবেন মালির এই স্ট্রাইকার। তবে অর্থ সঙ্কটে আর কোনো বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারছে না আকাশী-নীল। তারপরও লোকালদের নিয়েই মোরাস ইউনাইটেডকে হারিয়ে চ্যালেঞ্জ কাপে শুভ সূচনার লক্ষ্য কোচের।
বহু বছর পর জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে আবাহনী। এএফসি চ্যালেঞ্জ কাপ সামনে রেখে চলছে তাদের প্রস্তুতি। তবে অবাক করা বিষয় এই অনুশীলনে নেই কোনো বিদেশি। ক্লাবের অর্থ সঙ্কট থাকায় ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে দল সাজাতে হবে শুধু লোকাল ফুটবলার নিয়েই।
তবে টানাপোড়েনের মাঝেও আবাহনী চমক দিচ্ছে মোহামেডানের ঘর ভঙ্গে। গেল কয়েক দিন ধরে চলা গুঞ্জনের মিলেছে সত্যতা। মোহামেডানকে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জেতানো সোলেমান দিয়াবোতে যোগ দিচ্ছেন আকাশী-নীলে। ৯ আগস্ট বাংলাদেশে এসে, পরদিন আবাহনীর সঙ্গে অনুশীলন করবেন মালির এই স্ট্রাইকার।
শুরুতে তিন বিদেশি ধরেই স্ট্র্যাটেজি সেট করেছিলেন আবাহনী কোচ মারুফুল হক। শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বদলে যাওয়ায় কিছুটা বিপাকে তিনি। তবে কাজেম শাহ, আল-আমিন আর শেখ মোরসালিন যুক্ত হওয়ায় অনেকটাই নির্ভার মারুফুল। আর ফুটবলাররাও আত্মবিশ্বাস রাখছেন নিজেদের সামর্থ্যের ওপর।
আবাহনী কোচ মারুফুল বলেন, ‘তিন জন বিদেশি আসার কথা ছিল। যেহেতু আসেনি, তাই আমি লোকালদের নিয়ে আমার কৌশল, পরিকল্পনাগুলো সাজাচ্ছি।’
এএফসি চ্যালেঞ্জ কাপ সামনে রেখে গেল ২২ জুলাই থেকে অনুশীলন শুরু করে আবাহনী। প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি বসুন্ধরা কিংসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে তারা। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হারে মারুফুল হকের দল।