প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেড লিগে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্কাইভার-ব্রান্ট। টুর্নামেন্টে নিজের ৩০তম ম্যাচ খেলতে নেমে সবার আগে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই ইংলিশ ক্রিকেটার। মেয়েদের হান্ড্রেড লিগে এজবাস্টনে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তিতে নাম লেখান তিনি।
মেয়েদের দ্য হান্ড্রেড লিগে নিজের ৩০তম ম্যাচ খেলতে নেমে বার্মিংহামের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন স্কাইভার-ব্রান্ট। ৪০ বলে তিনি করেন ৬৪ রান, টুর্নামেন্টে এটি তার অষ্টম হাফ-সেঞ্চুরি। এখন পর্যন্ত তার রান সংখ্যা ১ হাজার ৩১, গড় ৪৯.০৯।
টুর্নামেন্টে মেয়েদের বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের আরেক ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট। এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে তিনি রান করেছেন ৯৩৯। তবে ছেলেদের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যানচেস্টার অরিজিনালস’র ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। ৩৬ ম্যাচে তার রান সংখ্যা ৯৯৫।
মেয়েদের বিভাগে এই টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লরা উলভার্ট। ম্যানচেস্টার অরিজিনালস, নর্দান সুপারচার্জারস ও সাউদার্ন ব্রেভ-এর হয়ে টুর্নামেন্টে মোট ২৮ ম্যাচ খেলে ৮৭১ রান করেছেন তিনি, গড় রান ৪১.৪৭। চারে আছেন সোফিয়া ডাঙ্কলি, সাউদার্ন ব্রেভ এবং ওয়েলশ ফায়ারের হয়ে ৩৩ ম্যাচে ৮৫২ রান করেছেন তিনি।
লন্ডন স্পিরিট এবং ওয়েলশ ফায়ায়ের হয়ে ২৯ ম্যাচ খেলে ৭৬৭ রান নিয়ে মেয়েদের দ্য হান্ড্রেড লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন টামি বিউমন্ট। তার গড় রান ২৯.৫০।
দ্য হান্ড্রেড লিগে ছেলেদের বিভাগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ফিল সল্টের পর দ্বিতীয় স্থানে আছেন সাউদার্ন ব্রেভ-এর জেমস মাইকেল ভিন্স। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে তার রান ৯৮৬। তিন নম্বরে থাকা বেন ডাকেট বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের হয়ে খেলেছেন ৩০ ম্যাচ, ৩৫.৬৪ গড়ে রান করেছেন ৮৯১।
নর্দান সুপারচার্জারস, ওভাল ইনভিনসিবলস ও ট্রেন্ট রকেটস-এর হয়ে ৩২ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৮৪৯ রান করেছেন দাউইদ মালান। চার নম্বরে থাকা এই ইংলিশ ক্রিকেটারের গড় ৩২.৬৫। তালিকায় পাঁচ নম্বরে আছেন ওভাল ইনভিনসিবলস-এর ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকস। এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ৮১৪ রান করেছেন এই ক্রিকেটার।
এমকে/টিএ