জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৪

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর সুন্দরবন-১২ লঞ্চ কর্মীদের হামলার ঘটনায় কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিকসহ অজ্ঞাতনামা ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদের মধ্যে চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (৮ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদৎ হোসেনসহ ছাত্র মো. ফারুক ও মো. কামরান সিদ্দিকী ইমরোজ বাদী হয়ে এ মামলা করেন। মামলার আগের দিন আটক হওয়া কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিককে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে নেওয়া হলে তাদেরকে কারাগারে পাঠায় আদালত।

শনিবার (৯ আগস্ট) সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা সদরঘাট এলাকায় লঞ্চের লেবারসহ বিভিন্ন ধরনের কাজ করে। বিবাদীদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। ৭ আগস্টে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের ছাত্র আনিস ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে ঘোরাঘুরির সময় সুন্দরবন-১২ লঞ্চের স্টাফ জসিম ছাত্র আনিসকে যাত্রী ভেবে টান মেরে তার পরিচালিত লঞ্চের টিকিট কাটার জন্য বলে।

কিন্তু ছাত্র আনিস নিজেকে ছাত্র পরিচয় দেওয়ায় লঞ্চের স্টাফ জসিম তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু আনিস তাৎক্ষণিক না যাওয়ায় জসিম তাকে ধাক্কা দিয়ে যেতে বললে আনিস নিজের পরিচয় দেওয়ার পরও এহেন আচরণে মন খারাপ করে বিশ্ববিদ্যালয়ে আসে। বিশ্ববিদ্যালয়ে আসলে তার বন্ধুরা ঘটনার বিষয়ে জানার জন্য লঞ্চ ঘাটে যায়। সেখানে যাওয়ার পর সুন্দরবন-১২ লঞ্চের স্টাফকে জসিমের বিষয় জিজ্ঞাসা করলে তারা ছাত্রদের সঙ্গে খারাপ আচরণ করে।

এতে আরো বলা হয়, সুন্দরবন-১২ লঞ্চের স্টাফদের সঙ্গে তর্ক-বিতর্ক চলমান অবস্থায় ১নং বিবাদী মুফতিজুল কবির কিরন নিজেকে ঘাট কর্তৃপক্ষের পরিচয় দিয়ে অন্যান্য বিবাদীসহ প্রায় ২০/২৫ জন অজ্ঞাতনামা বিবাদীরা ৭টার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাটস্থ সুন্দরবন-১২ লঞ্চের ৯নং পন্টুনের ওপর পিস্তল, রড, ছুরিসহ লাঠিসোঁটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর চড়াও হয়ে কথা-বার্তা বলতে থাকে। আমাদের বিশ্ববিদ্যায়ের ছাত্ররা নিজেদের পরিচয় দেওয়ার পরও ১নং বিবাদী ছাত্রদের গালিগালাজ করতে থাকে। ছাত্ররা গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী আরো ক্ষিপ্ত হয় এবং তার নির্দেশে অন্যান্য বিবাদীরা অতর্কিতভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা করে।

মামলার এজাহারে আরো বলা হয়, হামলার সময় ছাত্রদের কাছে থাকা ১৮টি মোবাইল যার মূল্য আনুমানিক ১২ লাখ ও নগদ ৪৪ হাজার ৪৯০ টাকা, সর্বমোট ১২ লাখ ৪৪ হাজার ৪৯০ টাকা নিয়ে নেয়। এ ছাড়াও ছাত্রদের ঘড়ি সানগ্লাস ভেঙে অনুমান ২০ হাজার টাকা ক্ষতিসাধন করে। ছাত্রদের উদ্ধার করে চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা বলেন, ‘গত শুক্রবার ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। এ ঘটনার তদন্তের স্বার্থে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত ৭ আগস্ট পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের অন্তত ৯ জন আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন— নাবিল (ফিন্যান্স, ১৮তম ব্যাচ), শের আলী (আইএমএল, ১৮তম ব্যাচ), ব্রজ গোপাল রায় (সংগীত বিভাগ, ১৬তম ব্যাচ), জিলন (এমসিজে, ১৮তম ব্যাচ), ইমরোজ সিদ্দিক (আইন, ১৯তম ব্যাচ), আনিছ (থিয়েটার, ১৯তম ব্যাচ), টিঙ্কু (ফিলোসফি, ১৮তম ব্যাচ), মাকসুদুল হক (ইসলামিক স্টাডিজ, ১৪তম ব্যাচ), রিহাব (কবি নজরুল কলেজ) এবং মুজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ)। আহতদের সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সংস্কার প্রস্তাবের ৯৯% আড়াই বছর আগে উপস্থাপন করে বিএনপি Aug 10, 2025
img
রাজধানীর মগবাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জামাল গ্রেপ্তার Aug 10, 2025
img
আঠারো বছরের সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার Aug 10, 2025
img
২৪ এর হত্যাযজ্ঞের পর এখনও আ. লীগের কোনও অনুশোচনা নেই : মঈন খান Aug 10, 2025
img
৮ উপদেষ্টাকে নিয়ে আবদুস সাত্তারের উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব Aug 10, 2025
img
‘ভিগি শাড়ি’তে সিদ্ধার্থ-জাহ্নবীর রসায়ন, ঝড় তুলল সামাজিক মাধ্যমে Aug 10, 2025
img
ধানের শীষ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক : মীর হেলাল Aug 10, 2025
img
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে আসিফ মাহমুদের পরামর্শ Aug 10, 2025
img
ভারতীয় সমর্থনপুষ্ট ১৪ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর Aug 10, 2025
কম সময়ে কোরআন যেভাবে খতম দিবেন | ইসলামিক টিপস Aug 10, 2025
মিস ইউ পাপা’ শাকিবের ফেসবুক স্টোরিতে আব্রামের জন্য বিশেষ বার্তা Aug 10, 2025
বাংলাদেশের ছেলে পছন্দ রাশিয়ার গ্ল্যামার মডেলের Aug 10, 2025
ভাইরাল অডিও, সালমানের সঙ্গে কাজ করলে প্রাণহানির হুমকি! Aug 10, 2025
সামাজিক মাধ্যমে ভাইরাল অনন্যা-আহানের রাখি উৎসবের ছবি Aug 10, 2025
মেহজাবীনের নামের আসল রহস্য জানেন কি? Aug 10, 2025
ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ Aug 10, 2025
img
এই সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে: মির্জা আব্বাস Aug 10, 2025
বিপিএলে যুক্ত হচ্ছে আইসিসির এন্টি করাপশন ইউনিট Aug 10, 2025
মাঠে হ্যাটট্রিক, মঞ্চে জবাব: রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স Aug 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 10, 2025