কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে কিসুমু-কাকামেগা মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যাত্রীবাহী ওই বাসটি খাদে উল্টে পড়ে বলে তথ্য উঠে এসেছে পুলিশ প্রতিবেদনে। এলাকাটি প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কুখ্যাত।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ নারী, ১০ পুরুষ এবং এক কন্যাসহ মোট ২১ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ যাত্রী, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

বাসের যাত্রীরা একটি কবরস্থান থেকে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাকবলিত এই বাসটি ছিল একটি মাধ্যমিক বিদ্যালয়ের গাড়ি, তবে তাতে কোনও শিক্ষার্থী ছিল না, কারণ সেটি অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বাসটি নিয়াহেরা থেকে ন্যাকাচের উদ্দেশে যাচ্ছিল।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বেঁচে যাওয়া আহতদের সহায়তার জন্য জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয় চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে দেশজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দ্রুত তদন্ত করে ‘যে কোনও অবহেলার জন্য দায়ীদের আইনের আওতায় আনা’ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ট্রাফিক লঙ্ঘন মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

কেনিয়ার জাতীয় পরিবহন ও সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে সহায়তা করবে।

এর আগে এ সপ্তাহের শুরুতে রাজধানী নাইরোবিতে একটি মেডিকেল চ্যারিটির ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নাইভাশা শহরে একটি বাস ও ট্রেনের সংঘর্ষে নয়জন নিহত হন। আর শনিবার নাইরোবির কাছে আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২১ সালে দেশটিতে ৪৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন।

পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন আনোয়ার ইব্রাহিম Aug 12, 2025
img
বিয়ের গুঞ্জনে ধানুশ-ম্রুণাল, অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী Aug 12, 2025
img
রিয়ালে নিজের জায়গা কেন হারাচ্ছেন ভিনিসিয়ুস? Aug 12, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস Aug 12, 2025
img
পুরো দেশের মানুষের আস্থা রয়েছে জামায়াত আমিরের ওপর: নায়েবে আমির Aug 12, 2025
img
সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ Aug 12, 2025
img
সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলার আবেদন Aug 12, 2025
img
চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮ Aug 12, 2025
img
বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির Aug 12, 2025
img
ড. মুহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ Aug 12, 2025
img
আজও আলোচনার কেন্দ্রে প্রভাবশালী রাজনীতিবিদের সঙ্গে বিপাশার গোপন রেকর্ডিং Aug 12, 2025
"একই মামলায় বারবার রিমান্ড কেন? আদালতে সোলেইমান সেলিমের প্রশ্ন" Aug 12, 2025
img
উয়েফা সুপার কাপে পিএসজি দলে নেই ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা! Aug 12, 2025
img
ভারতের এশিয়া কাপ দল থেকে শুভমান গিলসহ তিন তারকা বাদ Aug 12, 2025
বিএনপি-জামায়াতকে চায় না জনগণ: নুর Aug 12, 2025
img
ভারতকে নিয়ে পাক সেনাপ্রধানের কড়া বার্তা, উত্তরে কী বললেন শশী থারুর? Aug 12, 2025
img
ভারতের ওপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প Aug 12, 2025
যে দুই ধরনের মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না Aug 12, 2025
img
স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করছে হিরো আলম Aug 12, 2025
মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন Aug 12, 2025